একধাক্কায় ১৫০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Moto G82 5G, এত কমে এই প্রথম
আপনি যদি Motorola কোম্পানির স্মার্টফোনের বিশেষ ভক্ত হন, এবং হালফিলে সংস্থার কোনো 5G হ্যান্ডসেট খানিকটা সস্তায় কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে মিড-রেঞ্জের হ্যান্ডসেট Moto G82 5G এখন আরও সাশ্রয়ী হয়ে উঠেছে, কারণ সম্প্রতি ভারতে উক্ত ডিভাইসটির দাম বেশ খানিকটা কমিয়েছে Lenovo-র মালিকানাধীন স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। জানিয়ে রাখি, জি-সিরিজের (G-series) উক্ত ডিভাইসটির দুটি ভ্যারিয়েন্ট মার্কেটে উপলব্ধ এবং হালফিলে উভয়েরই দাম হ্রাস পেয়েছে। ফলে সংস্থাটির সকল স্মার্টফোন প্রেমীদের জন্য এটা যে এক দারুণ সুসংবাদ, সেকথা বলাই বাহুল্য। আসুন, চলতি সময়ে Moto G82 5G ফোনটি কিনতে হলে ইউজারদের কত টাকা খরচ করতে হবে, তা জেনে নেওয়া যাক।
Moto G82 5G-এর নতুন দাম
২০২২ সালের জুনে লঞ্চ হওয়া মোটো জি৮২-এর দুটি ভ্যারিয়েন্ট মার্কেটে উপলব্ধ - ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ১২৮ জিবি। আগে এগুলির দাম ছিল যথাক্রমে ২১,৪৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা। তবে সম্প্রতি ভ্যারিয়েন্ট দুটির দাম ১,৫০০ টাকা কমানো হয়েছে। ফলে উক্ত দুটি মডেল কিনতে হলে এখন ক্রেতাদেরকে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২১,৪৯৯ টাকা ব্যয় করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, ক্রেতারা মিটিওরাইট গ্রে এবং হোয়াইট লিলি রঙে মোটো জি৮২ হ্যান্ডসেটটি কিনতে পারবেন।
Moto G82 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন
মোটোরোলার এই স্মার্টফোনে রয়েছে ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশনের ফুল এইচডি+ পিওএলইডি (pOLED) ডিসপ্লে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ (Qualcomm Snapdragon 695) প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ফোনে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স (LPDDR4X) র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড ইউএফএস (UFS) স্টোরেজ বিদ্যমান; যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে হ্যান্ডসেটটির স্টোরেজ ক্যাপাসিটি ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। নিরাপত্তার জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এছাড়া, আইপি৫২ (IP52) রেটিংপ্রাপ্ত হওয়ায় ডিভাইসটি সম্পূর্ণভাবে জল প্রতিরোধী।
ফটোগ্রাফির জন্য, Moto G82 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার। আবার, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য উক্ত হ্যান্ডসেটটিতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola-র এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট টার্বোপাওয়ার (TurboPower) ফাস্ট চার্জিং সাপোর্ট করে।