Horizon Lock ক্যামেরা, SUV ক্লাস চার্জিং, কী নেই? Moto X40 ফোনে চমকপ্রদ সব ফিচার

Update: 2022-12-13 12:35 GMT

মোটোরোলা (Motorola) শীঘ্রই চীনে তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এই নতুন প্রিমিয়াম গ্রেডের মডেলটি হল Moto X40, যা আগামী ১৫ ডিসেম্বর বাজারে পা রাখতে চলেছে। বেশ কয়েকদিন ধরে প্রযুক্তি মহলে একে নিয়ে জল্পনা তুঙ্গে। ফোনটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও ফাঁস হয়েছে অনলাইনে। তবে, এবার কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসটির লঞ্চের জন্য একটি অফিসিয়াল টিজার শেয়ার করা হয়েছে, যা এর কিছু আকর্ষণীয় ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আপকামিং Moto X40 কি কি অফার করতে চলেছে, চলুন দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Moto X40-এর অফিসিয়াল পোস্টার

পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ হওয়ায় মোটো এক্স৪০-তে কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি ব্যবহার করা হবে বলে আগেই জানা গিয়েছিল। আর এখন, মোটোরোলা দ্বারা প্রকাশিত নতুন টিজারটি নয়া ফ্ল্যাগশিপটির ব্যাটারি স্পেসিফিকেশনের পাশাপাশি, এর আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে। টিজার অনুযায়ী, মোটো এক্স৪০ “এসইউভি ক্লাস” চার্জিং সহ আসবে। স্পষ্টতই, সংস্থা দাবি করছে যে এই স্মার্টফোনটি একটি শক্তিশালী কিন্তু বহুমুখী ডিভাইস হতে চলেছে, যা সক্রিয় জীবনধারার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত হবে।

এর পাশাপাশি, মোটোরোলা নিশ্চিত করেছে যে, মোটো এক্স৪০ শক্তিশালী ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত হবে। এই ব্যাটারিটি ১২৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ব্যাটারি ক্ষমতা টিজ করা ছাড়াও, কোম্পানি এক্স৪০-এর একটি আকর্ষণীয় ক্যামেরা ফিচারও প্রকাশ করেছে। বলা হচ্ছে, এই হ্যান্ডসেটে হরাইজন লক (Horizon Lock) নামের একটি অত্যাধুনিক ফিচার থাকবে। নাম অনুযায়ী, এটি একটি অ্যাকশন ক্যামেরা মোড হতে পারে।

প্রসঙ্গত, একটি টিজার ইমেজে সম্ভবত এই ফিচারটিকে প্রদর্শন করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে Moto X40-এর মাধ্যমে তুষারময় পাহাড়ে এক ব্যক্তির স্কিইংয়ের ছবি ক্যাপচার করা হচ্ছে। যদিও, ব্র্যান্ডটি এখনও আনুষ্ঠানিকভাবে Moto X40-এর রিয়ার ক্যামেরা কনফিগারেশন প্রকাশ করেনি, তবে এতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২x অপটিক্যাল জুম সাপোর্ট সহ একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর উপস্থিত থাকতে পারে।

Tags:    

Similar News