মোটোরোলার চমক, Moto X40 হতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের প্রথম ফোন
লেনোভো (Lenovo)-এর অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) খুব শীঘ্রই বাজারে Moto X40 নামে একটি নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লেনোভো (Lenovo) গ্রুপের মোবাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার, চেন জিন, গত কয়েকদিন ধরেই এই নয়া ফ্ল্যাগশিপ ডিভাইসটির আগমনের জন্য এটিকে টিজ করছেন। এর পাশাপাশি, সম্প্রতি XT2031-5 মডেল নম্বর সহ Moto X40-কে চীনের কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটেও খুঁজে পাওয়া গেছে। চীনের 3C (CCC) কর্তৃপক্ষের থেকে অনুমোদন লাভ করার পর, চলতি সপ্তাহের শুরুতে টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের তালিকায় আসন্ন মডেলটির ছবিগুলি দেখা গিয়েছিল। আর এখন আপডেট করা টেনা তালিকায় Moto X40-এর সকল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। চলুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
মোটো এক্স৪০-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Moto X40 Expected Specifications
টেকগোইং (TechGoing)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মোটো এক্স৪০-এর টেনা (TENAA) তালিকাটি প্রকাশ করেছে যে, এতে ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১০ বিট কালার অফার করবে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে। আবার রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি ১৬৫ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করবে।
এছাড়াও, টেনা (TENAA) তালিকাটি প্রকাশ করেছে যে, মোটো এক্স৪০ একটি ৩.০ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ মোবাইল প্ল্যাটফর্ম বলে মনে করা হচ্ছে। ফোনটি ৮ জিবি / ১২ জিবি / ১৮ জিবি এলপিডিডিআর৫x র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ সহ চীনের বাজারে পা রাখবে।
জানিয়ে রাখি, পূর্বসূরি মডেল, Moto Edge X30-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর Moto X40-এর চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C)-এর তালিকা থেকে জানা গেছে যে, আসন্ন ডিভাইসটিও ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া, ব্যাটারি ক্ষমতার বিষয়ে তালিকায় বলা হয়েছে যে, এটি একটি "৪,৯৫০এমএএইচ / ৪,৪৫০এমএএইচ" ব্যাটারি অফার করবে। তাই অনুমান করা হচ্ছে, এতে সম্ভবত ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।
যদিও, TENAA-এর তালিকায় Moto X40-এর ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে, পূর্ববর্তী প্রজন্মের মডেলের মতো এতে একটি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। আর ডিভাইসের পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিটের দেখা মিলবে।
উল্লেখ্য, Moto X40-এর পরিমাপ ১৬৩.৩ x ৭৩.৯ x ৮.৫ মিলিমিটার হবে এবং ওজন হবে প্রায় ১৯৬ গ্রাম। যেহেতু এই ফ্ল্যাগশিপ ফোনটি ইতিমধ্যেই ৩সি (3C) এবং টেনা (TENAA) কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে, তাই মনে করা হচ্ছে এটি লঞ্চ হতে আর বেশিদিন বাকি নেই। আর উল্লেখযোগ্যভাবে, এটি প্রথম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চালিত ফোনগুলির মধ্যে অন্যতম হতে পারে। ডিভাইসটি গ্লোবাল মার্কেটে "Motorola Edge 40 Pro" নামে লঞ্চ হবে বলেও জানা গেছে। Moto X40 আগামী বছরের (২০২৩) প্রথম ত্রৈমাসিক নাগাদ চীনের বাইরের বাজারে আত্মপ্রকাশ করবে।