Moto X40: মোটোরোলার নতুন ফোনে দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, থাকবে পাওয়ারফুল প্রসেসর
বর্তমানে লেনোভো (Lenovo) অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) আপকামিং Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত Moto X40 হ্যান্ডসেটটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটি অন্যান্য আসন্ন SD8G2-চালিত ফ্ল্যাগশিপ ফোন, যেমন Xiaomi 13 সিরিজ, OnePlus 11, iQOO 11 সিরিজ এবং Vivo X90 লাইনআপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সম্প্রতি এই মোটো ফোনটি চীনের 3C (CCC) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। আর এখন চীনের TENAA সার্টিফিকেশন সাইটেও Moto X40-কে স্পট করা গেছে। এই সার্টিফিকেশনগুলি ইঙ্গিত করছে যে, মোটোরোলার এই নয়া স্মার্টফোনটি চলতি বছরই বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
Moto X40 পেল TENAA-এর অনুমোদন
টেকগোইং (TechGoing)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, নতুন মোটো এক্স৪০ ফোনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং সাইটের তালিকাটি এর কিছু ছবিও প্রকাশ করেছে। টেনা লিস্টিং থেকে জানা যাচ্ছে যে, এই হ্যান্ডসেটে কার্ভড এজের সাথে ওলেড (OLED) পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এই স্ক্রিনটি ১৬৫ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে৷ আবার, এক্স৪০-এর ডানদিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনটি অবস্থান করবে। এছাড়া নিরাপত্তার জন্য, এই স্ক্রিনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকতে পারে। অনুমান করা হচ্ছে যে, সেলফি ও ভিডিও কলের জন্য, মোটো এক্স৪০ একটি ৬০ মেগাপিক্সেলের ক্যামেরা অফার করবে।
আবার, মোটো এক্স৪০-এর রিয়ার প্যানেলে অবস্থিত বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউলটিতে তিনটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। এই ক্যামেরা সেটআপটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং আল্ট্রা-ওয়াইডের পাশাপাশি ম্যাক্রো শট ক্যাপচার করতে সক্ষম আরেকটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত হবে। এক্স৪০-এর রিয়ার শেলের ম্যাট লুক ইঙ্গিত দিচ্ছে যে, এটি সম্ভবত লেদার ফিনিসের সাথে আসবে। ফাঁস হওয়া ছবিতে, মোটো ব্যাটউইং লোগোটি হ্যান্ডসেটটির পিছনের প্যানেলের মধ্যবর্তী স্থানে দেখা গেছে।
প্রসঙ্গত, কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট চালিত Moto X40 ফ্ল্যাগশিপ ফোনটি ৮ জিবি এবং ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে। পরবর্তী প্রজন্মের মোটোরোলা ফ্ল্যাগশিপ সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। বর্তমানে, X40-এর দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে, জানা গেছে এটি চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর নাগাদ বাজারে পা রাখবে। এই একই ডিভাইস আবার বিশ্ববাজারে "Motorola Edge 40 Pro" নামে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।