Motorola Edge 30 Ultra: লঞ্চ হল বিশ্ব বাজারের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন, দাম কত
মোটোরোলার সাম্প্রতিকতম ফ্ল্যাগশিপ অফার হিসেবে Motorola Edge 30 Ultra স্মার্টফোনটি বিশ্বের একাধিক বাজারে উন্মোচিত হয়েছে। এই হ্যান্ডসেটটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে বাজারে পা রেখেছে। সংস্থা জানিয়েছে যে, এই লেটেস্ট স্মার্টফোনটি ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, যা এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত টার্বোপাওয়ার (TurboPower) চার্জিং। আবার Edge 30 Ultra-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ পোলেড ডিসপ্লে এবং এজ লাইটস (Edge Lights), যা আলোকিত হয়ে ব্যবহারকারীদের নতুন নোটিফিকেশন, ইনকামিং ফোন কল বা নির্ধারিত অ্যালার্ম সম্পর্কে অবগত করবে। চলুন প্রিমিয়াম গ্রেডের Motorola Edge 30 Ultra-এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
মোটোরোলা এজ ৩০ আল্ট্রা-এর মূল্য এবং লভ্যতা - Motorola Edge 30 Ultra Price and Availability
ইউরোপে মোটোরোলা এজ ৩০ আল্ট্রা-এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৮৯৯ ইউরো (প্রায় ৭২,১৫০ টাকা)। এই মোটোরোলা ফোনটি আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইউরোপে ইন্টারস্টেলার ব্ল্যাক এবং স্টারলাইট হোয়াইট এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। এজ ৩০ আল্ট্রা আগামী সপ্তাহে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু নির্বাচিত বাজারে উপলব্ধ হবে বলে জানা গেছে।
মোটোরোলা এজ ৩০ আল্ট্রা-এর স্পেসিফিকেশন - Motorola Edge 30 Ultra Specifications
ডুয়েল-সিমের (ন্যানো) মোটোরোলা এজ ৩০ আল্ট্রা ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) পোলেড কার্ভড ডিসপ্লে সহ এসেছে, যা এইচডিআর ১০+-এর পাশাপাশি ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং ১,২৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটির ফ্রন্ট এবং রিয়ার উভয় প্যানেলেই কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সাথে যুক্ত। এজ ৩০ আল্ট্রা স্ন্যাপড্রাগন এলিট গেমিং ফিচারটিও অফার করে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিনে রান করে।
ফটো এবং ভিডিওর জন্য, Motorola Edge 30 Ultra-এর ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৯ অ্যাপারচার সহ ১/১.২২-ইঞ্চির ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (০.৬৪ মাইক্রোমিটার পিক্সেল আকার) রয়েছে। এই ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করে এবং ১৬ পিক্সেলকে একটি ২.৫৬ মাইক্রোমিটার আল্ট্রা পিক্সেলে একত্রিত করে, যা আরও বেশি আলো ক্যাপচার করে এবং ভাল আলোকিত ছবি সরবরাহ করে। এছাড়াও, এই ক্যামেরা ইউনিটের মধ্যে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে যা কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করে এবং এই সেন্সরে ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ও ম্যাক্রো শট ক্যাপচার করার জন্য ম্যাক্রো ভিশন রয়েছে। এছাড়া ক্যামেরা সেটআপে এফ/১.৬ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্সও মিলবে, যা ২x জুম অফার করে এবং পোর্ট্রেট শট ক্যাপচার করে। রিয়ার ক্যামেরা ইউনিটটি ৪কে/৩০ এফপিএস ভিডিও ক্যাপচার করতে পারে। এটি ডুয়েল ক্যাপচার, আল্ট্রা-রেস শ্যুটিং মোড এবং প্রো (ডব্লিউ/ লং এক্সপোজার) মোড-এর মতো একাধিক ফটোগ্রাফি ফিচারের সাথে এসেছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, Motorola Edge 30 Ultra-এর সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এতে কোয়াড পিক্সেল প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।
আবার, Motorola Edge 30 Ultra ফোনের কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে সামিল রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এজিপিএস, এনএফসি, ডিসপ্লেপোর্ট ১.৪, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। হ্যান্ডসেটটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ এবং কম্পাস অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য, Edge 30 Ultra-এ একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক এবং থিঙ্কশিল্ড (ThinkShield)-এর মতো ফিচারগুলিও মিলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 30 Ultra-এ ১২৫ ওয়াট টার্বোপাওয়ার (TurboPower) ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং সহ ৪,৬১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এই ফ্ল্যাগশিপ মোটোরোলা হ্যান্ডসেটে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং, ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা ডুয়েল স্টেরিও স্পিকার, লিনিয়ার এক্স-অ্যাক্সিস ভাইব্রেশন এবং এজ লাইটস রয়েছে৷ সবশেষে, ফোনটির পরিমাপ ১৬১.৭৬x৭৩.৫x৮.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯৮.৫ গ্রাম।