বিশ্বের সবচেয়ে হালকা 5G ফোন আবারও ছাড়ে মিলছে, 31 ডিসেম্বরের আগে অর্ডার করে ফেলুন
স্মার্টফোন ক্রেতাদের সুবিধে করে দিতে বছরের শেষদিন পর্যন্ত সেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Flipkart। ফলত এই মরসুমে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটিতে 'Android Premier League' নামক একটি ইভেন্ট চলছে, যেখানে বাম্পার ডিসকাউন্টে বিভিন্ন ব্র্যান্ডের এবং প্রতিটি সেগমেন্টের হ্যান্ডসেট কেনা যাবে। সেক্ষেত্রে আপনি যদি নতুন বছরে নতুন ফোন ব্যবহার করতে কেনাকাটা করতে চান, আর আপনার বাজেট হয় ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে – তাহলে Motorola Edge 40 Neo একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই ফোনটিতে Flipkart এখন ৫,০০০ টাকার ছাড় দিচ্ছে, এর সাথে রয়েছে বাম্পার এক্সচেঞ্জ অফারও। শুনে অবাক হচ্ছেন? তাহলে চলুন, দেখে নিই ঠিক কত দামে Motorola Edge 40 Neo কেনা যাবে।
আবারও Motorola Edge 40 Neo-তে ছাড় দিচ্ছে Flipkart, দেখুন দাম
মোটোরোলা এজ্ ৪০ নিও ৫জি স্মার্টফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের এমআরপি (MRP) ২৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এখন এটি ছাড়ে ২২,৯৯৯ টাকায় বিক্রি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ফোনটি আরও ১,৫০০ টাকা পর্যন্ত সস্তা হতে পারে।
এদিকে কোম্পানি এই মোটোরোলা ফোনটিতে ১৭,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে (শর্তাবলি প্রযোজ্য)। ফলত সমস্ত অফার কাজে লাগিয়ে আপনি এটি ২০ হাজার টাকারও অনেক কমে হাতে পেয়ে যাবেন।
Motorola Edge 40 Neo-এর স্পেসিফিকেশন
মোটোরোলা এজ্ ৪০ নিও ৫জি-তে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিটস পিক ব্রাইটনেস ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৫৫ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মালি জি৬১০ জিপিইউসহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মিলবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।
একইভাবে ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন। পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। উল্লেখ্য, এটি বিশ্বের সবচেয়ে হালকা ৫জি (5G) ফোন, যা আইপি৬৮ (IP68) আন্ডারওয়াটার প্রোটেকশনসহ আসে।