লেটেস্ট Snapdragon প্রসেসর সহ দুর্দান্ত ক্যামেরা, Motorola Edge 50 Pro ভারতে আসছে কবে
বিগত কয়েকদিন ধরে Motorola ধারাবাহিকভাবে টিজার শেয়ার করে ভারতের বাজারে একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার ইঙ্গিত দিচ্ছিলো। যদিও আসন্ন মডেলটির নাম কি তা জানা সম্ভব হচ্ছিলো না। তবে আজ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, ভারতে খুব শীঘ্রই Motorola Edge 50 Pro নামের সাথে একটি নয়া স্মার্টফোন লঞ্চ করা হবে।
প্রসঙ্গত সংস্থাটি তাদের X হ্যান্ডেলের মাধ্যমে এই খবর শেয়ার করার পাশাপাশি একটি টিজার ইমেজও রিলিজ করেছে। যার দরুন ডিভাইসের সামনে এবং পিছনের ডিজাইন কিরকম হবে তা সামনে এসে গেছে। এই মডেলের ভারতীয় লঞ্চের তারিখ এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে টিপস্টার অভিষেক যাদব (Abhishek Yadav) দাবি করেছেন যে, Motorola সম্ভবত আগামী ৩রা এপ্রিল ভারতে Edge 50 Pro স্মার্টফোনটি উন্মোচন করবে।
প্রসঙ্গত মোটোরোলা হালফিলে একটি টিজার ইমেজ রিলিজ করে, যেখানে তাদের একটি আসন্ন স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করার কথা নিশ্চিত করা হয়। তবে মনে হচ্ছে না এই টিজারটি Edge 50 Pro মডেলের জন্য শেয়ার করা হয়েছে। কেননা উক্ত মডেলের পূর্বসূরি অর্থাৎ Edge 40 Pro ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপ সহ লঞ্চ হয়েছিল। ফলে উত্তরসূরিটি লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 জেন 3 দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।
Motorola Edge 50 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সম্প্রতি আসন্ন Motorola Edge 50 Pro স্মার্টফোনের সম্ভাব্য ফিচার তালিকা অনলাইনে ফাঁস করা হয়। যেখানে দাবি করা হয়েছে যে, এই হ্যান্ডসেটে 165 হার্টজ রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি - 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স + 6 এক্স অপটিক্যাল জুম সহ একটি টেলিফটো শ্যুটার হতে পারে। এক্ষেত্রে প্রাইমারি শুটারটি 'অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন' (OIS) এবং লেজার অটোফোকাস প্রযুক্তি সমর্থন করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 125 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত 4,500 এমএএইচ ব্যাটারি সমন্বিত থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়া Motorola Edge 50 Pro স্মার্টফোন - ব্ল্যাক, হোয়াইট এবং পার্পেল কালার বিকল্প আসতে পারে। যার মধ্যে শেষেরটি ফৌক্স লেদার ফিনিশিং অফার করবে।