Moto G04: 10,000 টাকার কমে দুর্দান্ত ফোন আনছে মোটোরোলা, প্রথম টিজার প্রকাশ্যে

Update: 2024-02-08 13:33 GMT

সম্প্রতি G24 Power লঞ্চের পর ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন আনতে চলেছে Motorola। সংস্থার তরফে আপকামিং ফোনটির নাম ঘোষণা হয়নি, তবে টিজারের মাধ্যমে সেটির শীঘ্রই আগমনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে, মডেলটি Moto G04 হতে পারে, যা সম্প্রতি ইউরোপে মুক্তি পেয়েছে। ফোনটি গ্রীন, ব্লু, ব্ল্যাক এবং অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ। আর মোটোরোলা ইন্ডিয়া তাদের টিজারে একটি মোবাইল দেখিয়েছে, যা ওই চারটি রঙে ঢাকা। তাই ফোনটি G04 হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Moto G04 শীঘ্রই আসতে পারে ভারতীয় বাজারে

যদি সত্যিই মোটো জি০৪ ফোনটি ভারতীয় বাজারে আসে, তাহলে ডিভাইসটি এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে অফার করতে পারে। এতে ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ওএস-এর ওপর ভিত্তি করে মাইইউএক্স (My UX) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, মোটো জি০৪-এ এলইডি ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, মোটো জি০৪-এ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হতে পারে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে মনে হয়।

এছাড়াও, Moto G04-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকবে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, উন্নত অডিও কোয়ালিটির জন্য ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার, জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রভৃতি। ইউরোপে ডিভাইসটি ১১৯ ইউরো (প্রায় ১০,৬২৫ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে। আশা করা যায় ভারতে দাম ১০,০০০ টাকার মধ্যে থাকবে।

Tags:    

Similar News