Moto G24 Power পাওয়ারফুল ব্যাটারি ও 16 জিবি র্যাম সহ লঞ্চ হল, দাম শুরু 8999 টাকা থেকে
Motorola আজ ভারতের বাজারে Moto G24 Power নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম এদেশে ৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোন একাধিক উল্লেখযোগ্য ফিচারের সাথে এসেছে। Moto G24 Power মডেলে HD+ IPS LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করে। চলুন নয়া Motorola Moto G24 Power স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ভারতে Motorola Moto G24 Power এর দাম ও লভ্যতা
এদেশের বাজারে মোটো জি২৪ পাওয়ার স্মার্টফোন মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। যার মধ্যে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্প মাত্র ৯,৯৯৯ টাকা খরচ করে কেনা যাবে। এটি - গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু কালার অপশনে মিলবে৷
লঞ্চ অফারের অংশ হিসাবে সংস্থাটি মোটো জি২৪ পাওয়ার হ্যান্ডসেটের সাথে ৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু হিসাবে ছাড় দিচ্ছে। আগ্রহীরা আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে স্মার্টফোনটি - ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart), সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।
Motorola Moto G24 Power এর স্পেসিফিকেশন
Motorola Moto G24 Power স্মার্টফোনে রয়েছে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০ নিট ব্রাইটনেস অফার করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে। যদিও সংস্থার দাবি অনুসারে, এই ফোন ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচারের সমর্থন সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিন পাওয়া যাবে।
ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Motorola Moto G24 Power ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলল, এই হ্যান্ডসেটে - ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আর কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে - একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫.০। আবার পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Moto G24 Power স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সমর্থন করে৷ পরিশেষে ডিভাইসটি IP52 রেটিং প্রাপ্ত হওয়ায়, জল এবং ধুলো প্রতিরোধী।