প্রথম সেলেই কিনতে ভিড়, সেই বহুচর্চিত ফোন দেশে কোথায় পাওয়া যাবে জানাল Motorola
গত সপ্তাহে Motorola Razr 40 সিরিজের অধীনে Razr 40 এবং Razr 40 Ultra নামে দুটি ফোল্ডেবল ফোন চীন এবং আমেরিকায় লঞ্চ হয়েছে। লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডটি এবার ঘোষণা করেছে, ক্ল্যামশেল ফোনগুলি খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে। একইসাথে Razr 40 সিরিজ অনলাইনে এবং অফলাইনে কোথায় কোথায় পাওয়া যাবে, সেটাও বলে দিয়েছে মোটোরোলা।
Motorola Razr 40 সিরিজ শীঘ্রই আসছে ভারতীয় বাজারে
ভারতে মোটোরোলার তরফে একটি টিজার প্রকাশ করা হয়েছে, যা এদেশে মোটোরোলা রেজার ৪০ ও রেজার ৪০ আল্ট্রা ফোল্ডেবল স্মার্টফোন দুটির আগমনের বিষয়ে নিশ্চিত করেছে। জুনেই লঞ্চ বলে অনুমান। এছাড়াও, কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ফোনটি অ্যামাজন, মোটোরোলার ওয়েববসাঅইট, রিলায়েন্স ডিজিটাল এবং দেশের নির্বাচিত রিটেল স্টোরগুলির মাধ্যমে পাওয়া যাবে৷
বর্তমানে, রেজার ৪০ আল্ট্রা শুধুমাত্র চীনে বিক্রি করা হচ্ছে। ব্র্যান্ডটি প্রথম সেলেই এই ফোনের ১০,০০০ ইউনিট বিক্রি করেছে। এই মুহূর্তে এটাই বাজারের একমাত্র ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন যা ৩.৬ ইঞ্চির এজ-টু-এজ কভার স্ক্রিন অফার করে। পাশাপাশি ডিসপ্লেটি ১,০৫৬ x ১,০৬৬ পিক্সেলের রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ডিভাইসটির প্রাইমারি ফোল্ডেবল স্ক্রিনটির আকার ৬.৯ ইঞ্চি, রেজোলিউশন ১,০৮০ x ২,৬৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট আছে। পাওয়ায় ব্যাকআপের জন্য, রেজার ৪০ আল্ট্রা-তে ৩,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড চার্জিংয়ের পাশাপাশি ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, Razr 40 স্ট্যান্ডার্ড মডেলে 'Ultra'-র মতো প্রাইমারি ডিসপ্লে থাকলেও, ১৯৪ x ৩৬৮ পিক্সেল রেজোলিউশন সহ অনেক ছোট ১.৫ ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন বর্তমান। এতে কম-শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর আছে। Razr 40 মডেলটিকে একটি বৃহত্তর ৪,২০০ এমএএইচ ব্যাটারি শক্তি যোগায় এবং দাম Motorola Razr 40-এর থেকে সস্তা।