ফোল্ডিং ফোন কেনার স্বপ্ন পূরণ, সবচেয়ে সস্তা Motorola Razr 40 লঞ্চ হল জবরদস্ত ফিচারের সাথে
Motorola Razr 40 Ultra এর সাথে গতকাল রাতে Motorola Razr 40 লঞ্চ হয়েছে। যেটি তুলনায় সস্তা ক্ল্যামশেল ডিজাইনে ফোল্ডেবল ফোন হিসেবে এসেছে। এটি ৬৪ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ এসেছে। আবার এই ডিভাইসে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। Motorola Razr 40 ফোনটি Samsung Galaxy Z Flip 4 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মোটোরোলা রজার ৪০ এর দাম (Motorola Razr 40 Price)
মোটোরোলা রজার ৪০ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৫৪০ টাকা)। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা) এবং ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৬৯০ টাকা)। মোটোরোলা রজার ৪০ তিনটি কালারে এসেছে - অ্যাজুওর গ্রে, চেরি পাউডার ও ব্রাইট মুন হোয়াইট।
Motorola Razr 40 এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটোরোলা রজার ৪০ ফোনে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড এলটিপিও ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১০ বিট কালার প্যানেল, এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। এছাড়া মোটোরোলা রজার ৪০ ডিভাইসটি ১.৫ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য Motorola Razr 40 ফোল্ডেবল ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য Motorola Razr 40-এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। এটি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৮ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
আর সফটওয়্যার কথা বললে, Motorola Razr 40 ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম উপস্থিত। আইপি৫২ রেটিং প্রাপ্ত এই ডিভাইসে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।