Motorola Razr 50 ভারতে এসে গেল, এখন কিনলে 15 হাজার টাকা সস্তা, রয়েছে দুর্দান্ত ক্যামেরা
Motorola আজ ভারতে মোটো রেজার সিরিজের দ্বিতীয় ফোল্ডেবল হিসেবে Motorola Razr 50 লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে 70 হাজার টাকার কম। আবার অফারে ফ্লিপ ফোনটি আরও কমে পাওয়া যাবে। Motorola Razr 50 ডিভাইসে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা, 6.9-ইঞ্চি ডিসপ্লে এবং ভেগান লেদার ফিনিস। আসুন এই মোটো ফ্লিপ ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Motorola Razr 50 এর ভারতে দাম, সেলের তারিখ এবং অফার
Motorola Razr 50 শুধুমাত্র 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর দাম রাখা হয়েছে 64,999 টাকা। তবে লঞ্চ অফার হিসেবে মোটোরোলা এই ফোনের সাথে সীমিত সময়ের জন্য 5,000 টাকা ছাড় দেবে।
এর পাশাপাশি, মোটোরোলা রেজার 50 কেনার সময় নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ মোট 15,000 টাকা ছাড় পেলে 49,999 টাকায় স্মার্টফোনটি কেনা যাবে।
আরও পড়ুন : প্রথমবার বিদেশে বিক্রি হবে মেড ইন ইন্ডিয়া iPhone 16 সিরিজ, লঞ্চের কদিন পর থেকে সেল শুরু
Motorola Razr 50 স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: মোটোরোলা রেজার 50 ফ্লিপ ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং 3,000 নিটস পিক ব্রাইটনেস সহ 6.9-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে।
সাথে আছে 3.63 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কভার ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, HDR10, 1700 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 7300এক্স প্রসেসরের সাথে মালি-জি615 এমসি2 জিপিইউ।
র্যাম ও স্টোরেজ: এই স্মার্টফোনে পাওয়া যাবে 8 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ।
ক্যামেরা: মোটোর এই ডিভাইসে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি এবং ফাস্ট চার্জিং: এতে আছে 4200 এমএএইচ ব্যাটারি, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ এসেছে এই ফোন। এর সাথে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
অন্যান্য ফিচার: আইপিএক্স8 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ডলবি অ্যাটমসসহ ডুয়াল স্টেরিও স্পিকার, ব্লুটুথ 5.4, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুন : লঞ্চের আগেই বড় ঘোষণা, Realme Narzo 70 Turbo 5G পাওয়া যাবে 2000 টাকা কুপন ডিসকাউন্টের সাথে