Motorola Razr 50 Ultra: প্রকাশ্যে এল মোটোরোলার আসন্ন ফ্লিপ ফোনের ছবি, আসবে ভারতেও
Motorola Razr 50 Ultra ফোল্ডেবল ফোনটির লঞ্চ একেবারেই দোরগোড়ায় বলে মনে করা হচ্ছে, কারণ হ্যান্ডসেটটির একটি লাইভ ইমেজ এখন অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবিটি এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে সামনে এসেছে এবং এটি প্রকাশ করেছে যে পূর্বসূরি Razr 40 Ultra মডেলের তুলনায় আসন্ন Motorola Razr 50 Ultra ফোনের ডিজাইনে বড় কোনও পরিবর্তন হবে না। আসুন এই ছবিটি থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
সামনে এল Motorola Razr 50 Ultra ফোনের লাইভ ইমেজ
৯১মোবাইলস-এর রিপোর্টে অনুযায়ী, টিপস্টার সুধাংশু আম্ভোরে মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ফোনের একটি লাইভ ইমেজ শেয়ার করেছেন। ছবি অনুযায়ী, হ্যান্ডসেটটির পিছনে একটি কভার স্ক্রিন এবং একটি অনুভূমিক ক্যামেরা সেটআপ সহ একটি পরিচিত ডিজাইন রয়েছে, যা পূর্বসূরি রেজার ৪০ আল্ট্রা মডেলে দেখা যায়। ফোনটির নীচে মোটোরোলার রেজার ব্র্যান্ডিং দেখতে পাওয়া যাবে। এটিকে আনফোল্ড করলে একটি সেলফি ক্যামেরা রাখার জন্য কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ প্রাইমারি ডিসপ্লে দেখা যাবে।
এছাড়াও রিপোর্টে দাবি করা হয়েছে যে মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ আসতে পারে। এটি ব্লু, অরেঞ্জ এবং গ্রীনের মতো কালার শেডে পাওয়া যাবে। ফোনটিকে ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা নিশ্চিত করেছে যে ফোনটি ভারতে লঞ্চ হবে। তবে এগুলি ছাড়া, আসন্ন ফোল্ডেবল সম্পর্কে এখনও পর্যন্ত খুব কম তথ্যই উপলব্ধ রয়েছে।
জানিয়ে রাখি, বর্তমান প্রজন্মের Motorola Razr 40 Ultra মডেলে ৬.৯ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) প্রাইমারি ডিসপ্লে এবং ৩.৬ ইঞ্চির কভার স্ক্রিন রয়েছে৷ ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ১২ মেগাপিক্সেল এবং ১৩ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান। ডিভাইসটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরে চলে এবং এতে ৩,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে৷ মোটোরোলা গত বছরের জুনে Razr 40 Ultra লঞ্চ করেছে। তাই আগামী মাসে অর্থাৎ, জুনে Motorola Razr 50 Ultra উন্মোচন করা হবে বলে মনে করা হচ্ছে।