দুর্দান্ত ডিসপ্লে ও ক্যামেরার Redmi Note 12 5G ফোন ভারতে আসছে Poco ব্র্যান্ডিংয়ের সাথে
Redmi গত সপ্তাহে তাদের হোম-মার্কেটে Redmi Note 12 স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছিল। সম্প্রতি শোনা যাচ্ছে, আলোচ্য লাইনআপের অধীনে আসা ডিভাইসগুলির মধ্যে কয়েকটি সম্ভবত Xiaomi এবং Poco ব্র্যান্ডেড মডেল হিসাবে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। রিপোর্ট অনুযায়ী, Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G ফোন দুটিকে ভারতে যথাক্রমে Xiaomi 12i ও Xiaomi 12i HyperCharge নামে রিব্র্যান্ডেড করা হতে পারে। যদিও Redmi Note 12 Discovery এডিশনকে শুধুমাত্র চীনের বাজারেই উপলব্ধ রাখার পরিকল্পনা করেছে সংস্থা। তবে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল Redmi Note 12 5G, চলতি মাসে Pcoo ব্র্যান্ডিংয়ের সাথে ভারতে লঞ্চের মুখ দেখতে পারে বলে খবর সামনে এসেছে।
ভারতে Redmi Note 12 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসছে নতুন Poco ফোন
হালফিলে চীনের বাজারে আত্মপ্রকাশ করা রেডমি নোট ১২ ৫জি ফোনের মডেল নম্বর ছিল 22101317C। এছাড়া ডিভাইসটি আরেকটি সংক্ষিপ্ত মডেল নম্বরও বহন করছে, যা হল M17। তবে নীচে প্রদত্ত টুইটে দেখা যাচ্ছে যে, 22111317PI মডেল নম্বর সহ একটি নতুন পোকো স্মার্টফোন সম্প্রতি 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' ওরফে BIS সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উপস্থিত হয়েছে৷
এক্ষেত্রে, BIS সাইটে খুঁজে পাওয়া 22111317PI ডিভাইসটিও রেডমি নোট ১২ ৫জি ফোনের মতো একই 'শর্ট' মডেল নম্বর M17 বহন করছে। যার দরুন মনে করা হচ্ছে যে, আলোচ্য রেডমি ডিভাইসকেই হয়তো ভারতের বাজারে পোকো ফোন হিসাবে রিব্র্যান্ড করা হবে। এছাড়া, মডেল নম্বরটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে নামফেরে আসা এই রেডমি হ্যান্ডসেটটি নভেম্বরেই (11) এদেশে উন্মোচিত হতে পারে। আমাদের অনুমান, আসন্ন এই ডিভাইসটি হয়তো POCO M5 5G সিরিজের অংশ হবে।
Redmi Note 12 5G স্পেসিফিকেশন
রেডমি নোট ১২ ৫জি স্মার্টফোনের বিশেষত্বের কথা বললে, এতে রয়েছে একটি ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করে হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ওএস দ্বারা চালিত। আর চীনের বাজারে এই ফোন ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১২ ৫জি স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। পরিশেষে নিরাপত্তার জন্য এতে মিলবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।