অত্যন্ত সস্তায় মিলছে Nokia স্মার্টফোন, এখান থেকে কিনলে পাবেন 8 হাজার টাকার বেশি ছাড়

Update: 2023-04-18 16:49 GMT

গতকালই Amazon-এর 'Blockbuster Value Days' সেল শেষ হয়েছে। তবে আপনার যদি এই মুহূর্তে নতুন মোবাইল হ্যান্ডসেট কেনার পরিকল্পনা থাকে এবং আপনি কোনো কারণে এই সেল মিস করে থাকেন, তাহলেও কুছ পরোয়া নেই! কারণ এখনও ই-কমার্স জায়ান্ট সংস্থাটি এমন একটি অফার দিচ্ছে, যার ফলে স্মার্টফোন কেনার সময় ৮,০০০ টাকার বেশি সাশ্রয় করা যাবে। প্রথমেই বলে রাখি যে, Nokia G11 হ্যান্ডসেটটি খরিদ করলে এই ডিসকাউন্ট কাজে লাগানো যাবে। আর এক্ষেত্রে, এই অফারের সাথে সাথে পাবেন ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধাও। ঠিক কী অফার মিলছে Nokia G11 স্মার্টফোনে? আসুন জেনে নিই বিস্তারিত।

Nokia G11 স্মার্টফোনের ওপর অফার দিচ্ছে Amazon

নোকিয়া জি১১ ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৩,৯৯৯ টাকা, তবে অ্যামাজন ইন্ডিয়ায় এখন এটি ৯,৩৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। এক্ষেত্রে আপনি অ্যামাজন পে আইসিআইসিআই (Amazon Pay ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৫% ক্যাশব্যাক পাবেন। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে এতে আরও ৮,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। মানে সব অফার কাজে লাগানো সম্ভব হলে এই নোকিয়া হ্যান্ডসেট কেনার জন্য আপনার খরচ হবে মাত্র ৫৪৯ টাকা।

তবে এখানেই অফারের শেষ নয়, আসলে নোকিয়া জি১১-এর সাথে কোম্পানি স্পটিফাই প্রিমিয়াম (Spotify Premium)-এর ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। মানে কম খরচে ফোন কেনার সাথে সাথে আপনি পাবেন বিনামূল্যে মিউজিক স্ট্রিমিংয়ের সুবিধাও।

Nokia G11 ফোনের স্পেসিফিকেশন

আলোচ্য নোকিয়া জি১১ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট বিশিষ্ট ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬০৬ প্রসেসর দেওয়া হয়েছে। আবার হ্যান্ডসেটটিতে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য এই নোকিয়া ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।

Tags:    

Similar News