Nokia G42: দারুণ 5G ফোন আনছে নোকিয়া, লঞ্চের আগেই সব স্পেসিফিকেশন ও দাম ফাঁস
নোকিয়া (Nokia) এখন একাধিক নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে যেগুলির মধ্যে কয়েকটি আগামী সপ্তাহেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সংস্থার আসন্ন মডেলগুলির মধ্যে চর্চায় থাকা Nokia G42 5G সম্প্রতি গিকবেঞ্চ এবং ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে দেখা গেছে। আর এখন ডিভাইসটির ডিজাইন ফাঁস হয়েছে। এই ছবিগুলি থেকে আপকামিং নোকিয়া হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।
Nokia G42 5G-এর প্রেস রেন্ডার প্রকাশ
নোকিয়া জি৪২ ৫জি পার্পল এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। স্মার্টফোনটিতে কার্ভড ফ্রেম এবং একটি ফ্ল্যাশ মডিউল সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনের দিকে সামান্য পুরু বেজেল, একটি ওয়াটার-ড্রপ নচ এবং তুলনামূলক চওড়া চিন দেখা যাবে।
এছাড়াও জানা গেছে, নোকিয়া জি৪২ ৫জি-এর বডি প্লাস্টিকজাত উপাদান দ্বারা নির্মিত এবং সহজেই সেল্ফ-রিপেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে। শোনা যাচ্ছে, জি৪২ ৫জি কুইকফিক্স (QuickFix) সাপোর্ট করবে, যার সাহায্যে ইউজাররা সরাসরি আইফিক্সইট (iFixit) থেকে সুনির্দিষ্ট নির্দেশাবলী এবং স্পেয়ার পার্টস কিনতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্ক্রিন, চার্জিং পোর্ট বা ব্যাটারির মতো উপাদানগুলি নিজে থেকেই বদলাতে পারবেন।
Nokia G42 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Nokia G42 5G-এর প্রায় সমস্ত স্পেসিফিকেশ প্রকাশ হয়েছে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, ফোনটিতে ১,৬১২ x ৭০০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল থাকবে। নিরাপত্তার জন্য, ফোনটিতে পাওয়ার বাটনের সাথে ইন্টিগ্রেটেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স উপস্থিত থাকবে।
এছাড়া সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। ফোনটি ১২৮ জিবি স্টোরেজ অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। নোকিয়া জি৪২ ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে। স্ক্রিন ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এটি ৪ জিবি বা ৬ জিবি র্যাম সহ আসতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডেনমার্কে মডেলটির দাম হবে ১,৯৯৯ ডেনিশ ক্রোন, যা ভারতীয় মুদ্রায় ২৪,০০০ টাকার সমান।