Nokia G42 5G ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হল, 12 জিবি র‌্যামের দাম 10 হাজার টাকার কম

By :  SUMAN
Update: 2024-03-01 11:13 GMT

Nokia ব্র্যান্ডের মালিক সংস্থা HMD Global গত বছর সেপ্টেম্বর মাসে Nokia G42 5G নামের একটি স্মার্টফোনের ঘোষণা করে। তখন ডিভাইসটি শুধুমাত্র দুটি মেমরি কনফিগারেশনে উপলব্ধ ছিল, যথা - ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। কিন্তু আজ এই একই মডেলের জন্য সংস্থাটি আরেকটি নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করলো। যার দরুন এখন ভারতীয় ক্রেতারা Nokia G42 5G স্মার্টফোনটি ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের সাথেও কেনার সুবিধা পেয়ে যাবেন।

ভারতে Nokia G42 5G (4GB+128GB) এর মূল্য এবং উপলব্ধতা

এদেশের বাজারে নোকিয়া জি৪২ ৫জি স্মার্টফোনের নয়া ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। আগ্রহীরা আগামী ৮ই মার্চ থেকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে হ্যান্ডসেটটি কিনতে পারবেন। এটি - শো পিঙ্ক, শো পার্পেল এবং শো গ্রে কালার পাওয়া যাবে।

জানিয়ে রাখি, এই ডিভাইসের বিদ্যমান দুটি স্টোরেজ কনফিগারেশন অর্থাৎ ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প যথাক্রমে ১২,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকায় এদেশে বিক্রি করা হয়।

Nokia G42 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Nokia G42 স্মার্টফোন এসেছে কুইকফিক্স রিমুভেবল ব্যাক কভার সহ এবং এর বডি ৬৫% রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি। এতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬১২ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য এতে অ্যাড্রেন ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। তবে অতিরিক্তভাবে আরো ২ জিবি (৪ জিবি র‍্যাম বিকল্পে)/ ৫ জিবি (৬ জিবি র‍্যাম বিকল্পে)/ ৮ জিবি (৮ জিবি র‍্যাম বিকল্পে) ভার্চুয়াল র‍্যাম ফিচারও সমর্থনও পেয়েছে এই ফোন। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব।

লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ওএস চালিত Nokia G42 5G স্মার্টফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়। তদুপরি নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারের সুবিধা। আবার অডিও বিভাগের কথা বললে এতে - ওজেডও প্লেব্যাক ও ওজেডও ৩ডি অডিও রেকর্ডিং সমর্থিত সাউন্ড সিস্টেম আছে।

Nokia G42 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস, ইউএসবি ২.০ পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত৷ এর পরিমাপ ১৬৫×৭৫.৮×৮.৫৫ মিমি এবং ওজন ১৯৩.৮ গ্রাম। ডিভাইসটি IP52 রেটিং প্রাপ্ত হওয়ায় জল প্রতিরোধে সক্ষম।

Tags:    

Similar News