Nokia G42 5G ও Nokia Venom লঞ্চের আগেই রিটেল সাইটে হাজির, কি কি ফিচার থাকবে দেখে নিন

By :  ANKITA
Update: 2023-05-29 08:15 GMT

Nokia একসঙ্গে বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এরমধ্যে একটির কোডনেম Venom এবং আরেকটির নাম Nokia G42 5G। গত মার্চে এই ডিভাইস দুটি সম্পর্কে প্রথম সামনে এসেছিল। আর এখন এদের কে একটি রিটেল সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে Nokia Venom ও Nokia G42 5G সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Nokia Venom ও Nokia G42 5G কে দেখা গেল রিটেল সাইটে

নোকিয়া ভেনম ফোনটির মডেল নম্বর TA-1529, আর এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। আবার ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। আর পারফরম্যান্সের জন্য নোকিয়া ভেনম হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হবে ইউনিসক টি৬০৬ প্রসেসর।

আবার এটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। এছাড়া এতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। এছাড়া রিটেল সাইট থেকে জানা গেছে, Nokia Venom এর স্ক্রিন প্রোটেক্টর Nokia G22 ফোনের মতো হবে। অর্থাৎ ডিজাইনের দিক থেকে ডিভাইস দুটি একই রকম হবে।

এদিকে নোকিয়া জি৪২ ৫জি সংস্থার অন্যতম সস্তা 5G মডেল হবে বলে লিস্টিং থেকে উঠে এসেছে। এটি গ্রে ও পার্পেল কালারে পাওয়া যাবে। স্মার্টফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

আর এর ডিসপ্লে ৭২০ x ১৬১২ পিক্সেল রেজোলিউশন অফার করবে। অপারেটিং সিস্টেম হিসেবে Nokia G42 5G ফোনে অ্যান্ড্রয়েড ১৩ থাকবে। এছাড়া ডিভাইস দুটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায়, শীঘ্রই কোম্পানি এদের লঞ্চের তারিখ সহ মুখ্য স্পেসিফিকেশন প্রকাশ করবে।

Tags:    

Similar News