10,000 টাকার কমে হাজির নোকিয়ার 5G ফোন, রয়েছে 50MP ক্যামেরা, 5000mah ব্যাটারি

Update: 2024-03-09 07:35 GMT

গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নোকিয়া তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল এক বিশেষ চমক। ব্র্যান্ডটি ৪ জিবি র‍্যাম সহ Nokia G42 5G-এর এক নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এটি সো পিঙ্ক, সো পার্পল এবং সো গ্রে কালার অপশনে উপলব্ধ। দাম ১০,০০০ টাকারও কম। চলুন নতুন স্টোরেজ ভার্সনটির খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

Nokia G42 5G-এর নতুন ভার্সন লঞ্চ হল

নোকিয়া জি৪২ ৫জি স্মার্টফোনটি ইতিমধ্যেই ভারতে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এখন ৪ জিবি র‍্যাম সহ নতুন সংস্করণটি ৯,৯৯৯ টাকা দামে বাজারে এসেছে। নোকিয়া জি৪২ ৫জি-এর নতুন বিকল্পটি এক্সক্লুসিভলি অ্যামজন (Amazon) এবং এইচএমডি (HMD)-এর অনলাইন স্টোরে পাওয়া যাবে। এই স্মার্টফোনটির সাথে একটি ২০ ওয়াট ফাস্ট চার্জার, কেবল এবং জেলি কেস পাবেন।

Nokia G42 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

মাল্টিটাস্কিং উন্নত করতে নতুন ভ্যারিয়েন্টে ৪ জিবি র‍্যামের সাথে ২ জিবি ভার্চুয়াল র‍্যাম রয়েছে। একইভাবে, ৮ জিবি র‍্যাম মডেলে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম সংস্করণে ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম রয়েছে। Nokia G42 5G-এর নয়া ভার্সনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি একই রয়েছে। Qualcomm Snapdragon 480 Plus 5G চিপসেটের সাথে যুক্ত। এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০ নিট পিক ব্রাইটনেস সহ বড় ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে অফার করে। যা কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লে দ্বারা সুরক্ষিত। এছাড়াও, এতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Nokia G42 5G-এরর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। স্টোরেজ সম্প্রসারণের জন্য, Nokia G42 5G-এ মাইক্রোএসডি কার্ড স্লট, নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং অডিওর জন্য একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক উপস্থিত রয়েছে।

Tags:    

Similar News