Nokia-র ফোন লোগো পাল্টে এবার HMD নামে বাজারে আসবে? সংস্থার সিদ্ধান্তে জল্পনা
গত অর্ধ দশকে লঞ্চ হওয়া সমস্ত নোকিয়া (Nokia) স্মার্টফোন এইচএমডি গ্লোবাল (HMD Global) তৈরি করেছে। ২০১৬ সাল থেকে নোকিয়ার লোগোযুক্ত স্মার্টফোন এবং ফিচার ফোন তৈরির দায়িত্ব সামলে ফিনল্যান্ডের সংস্থাটি এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এইচএমডি গ্লোবাল এখন আর শুধু নোকিয়ার ফোন তৈরির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে না। খুব শীঘ্রই নিজস্ব ব্র্যান্ডিংয়ের সাথে নতুন স্মার্টফোন লঞ্চ করবে।
HMD Global লঞ্চ হতে চলেছে নিজস্ব স্মার্টফোন
এইচএমডি গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) জিন-ফ্রাঙ্কোইস বারিল, কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে লিঙ্কডইনে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। পোস্টের প্রধান হাইলাইট স্পষ্টতই এইচএমডি-ব্র্যান্ডেড নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা। তিনি ব্র্যান্ডের দীর্ঘদিনের যাত্রাপথে এই পদক্ষেপটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
তবে নিজস্ব ব্র্যান্ডিংয়ের সাথে স্মার্টফোন বাজারে আনলেও, এইচএমডি গ্লোবাল নোকিয়া-ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করা বন্ধ করবে না। শুধু তাই নয়, কোম্পানিটির নতুন পার্টনারদের সাথেও কাজ করার পরিকল্পনা রয়েছে। এই নতুন পার্টনাররা কারা, তা অবশ্য পোস্টটিতে জানানো হয়নি, তবে আশা করা যায় ভবিষ্যতে এসম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে সংস্থা। বারিল বলেছেন যে, এইচএমডি গ্রাহকদের জন্য আরও টেকসই এবং সাশ্রয়ী মূল্যের ডিভাইস ডিজাইন করার ক্ষেত্রে আগ্রহী। এছাড়াও, তারা এমন প্রযুক্তি তৈরি করবে বলে জানিয়েছে, যা ব্যবহারকারীদের এক্সপেরিয়েন্স উন্নততর করতে সক্ষম হবে এবং তাদের চাহিদাগুলি সঠিকভাবে অনুধাবন করবে।
তিনি আরও প্রকাশ করেছেন যে, এইচএমডি গ্লোবাল বর্তমানে বছরের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন নির্মাতা। এটি গত ছয় বছর ধরে নোকিয়া স্মার্টফোন এবং ফিচার ফোন তৈরি করছে এবং এখন তারা সর্বশক্তি সঞ্চয় করে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এইচএমডি গ্লোবাল কি ধরণের স্মার্টফোন অফার করতে পারে, সেবিষয়ে এখনই কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে ঘোষণাটি ইঙ্গিত করে যে তাদের প্রথম কয়েকটি ডিভাইসের দাম নীচের দিকে থাকতে পারে, যা মধ্যবিত্ত গ্রাহকদের কাছে আকষর্ণীয় হবে।
জানিয়ে রাখি, এইচএমডি গ্লোবালের কাছে স্মার্টফোন তৈরির জন্য অভিজ্ঞতা বা সংস্থান - কিছুরই অভাব নেই। তবে, তারা এতদিন শুধুমাত্র নোকিয়া স্মার্টফোনগুলির ওপরই ফোকাস করেছে। কিন্তু কোম্পানিটি আগামী দিনে দুটি ভিন্ন ব্র্যান্ডের ওপর মনোযোগ দিতে শুরু করলে পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। স্মার্টফোনের বাজার কতটা প্রতিযোগিতামূলক, তা আর আলাদা করে বলে দিতে হয়না। মার্কেটে প্রায়ই নতুন ব্র্যান্ডের আগমন ঘটে, কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকটিই দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকতে সক্ষম হয়। এইচএমডি-এর কপালে কি আছে, তা সময়ই বলতে পারবে।
উল্লেখ্য, ভারতে লঞ্চ হওয়া লেটেস্ট এইচএমডি গ্লোবালের স্মার্টফোন হল, Nokia G42 5G। এটি Qualcomm Snapdragon 480+ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ বাজারে এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে, আগামী দিনে ডিভাইসটি দুটি বড় অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।