জনপ্রিয় এই মিড রেঞ্জ Nokia ফোনে এল সিকিউরিটি আপডেট, এভাবে করুন ডাউনলোড

Update: 2023-05-05 05:40 GMT

Nokia X30 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। HMD Global এই মিড রেঞ্জ ফোনের জন্য নয়া আপডেট রোল আউট করেছে। ডিভাইসটি এপ্রিল মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাচ্ছে। ফলে এর সিস্টেম আরও শক্তিশালী হবে। আপাতত Nokia X30 এর অস্ট্রেলিয়া ও ফ্রান্সের ব্যবহারকারীরা এই আপডেট পাচ্ছে।

সিকিউরিটি প্যাচ ছাড়া নতুন কোনো ফিচার না থাকায় এই আপডেটের ফাইল সাইজ ছোট, মাত্র ৯৪.৮২ এমবি। জানা গেছে, উল্লেখিত অঞ্চলের Nokia X30 ফোন ব্যবহারকারীরা নয়া আপডেটের নোটিফিকেশন পেতে শুরু করেছে। এছাড়া ফোনের সেটিংস > সিস্টেম > সিস্টেম আপডেট > চেক আপডেট সেকশনে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যেতে পারে।

উল্লেখ্য, কিছুদিন আগেই Nokia X30 ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট আসে। এর ভার্সন নম্বর V2.220। শুরুতে ব্রিটেন এবং ধীরে ধীরে এই আপডেট সমস্ত দেশের জন্য রোল আউট করা হচ্ছে।

আশা করা যায়, অ্যান্ড্রয়েড ১৩ আপডেটের মতো নতুন সিকিউরিটি প্যাচ কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন দেশের ফোনে পৌঁছে যাবে। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন তাহলে নোটিফিকেশন পাওয়ার জন্য কয়েক সপ্তাহ অপেক্ষা করুন অথবা উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে আপডেট এসেছে কিনা চেক করুন।

Tags:    

Similar News