রকেটের গতিতে হবে ডাউনলোড, Nothing Phone 1 ফোনে চলে এল Jio True 5G আপডেট

Update: 2022-10-20 13:47 GMT

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত ১ অক্টোবর ষষ্ঠতম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC 2022)-এর মঞ্চে ভারতে ৫জি পরিষেবা চালু করা হয়েছে৷ আর এর পরেই, শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের ডিভাইসে দ্রুততম নেটওয়ার্ক পরিষেবাটি পৌঁছে দেওয়ার জন্য ৫জি-রেডি আপডেট রোল আউট করতে শুরু করে৷ এই দৌড়ে পিছিয়ে নেই যুক্তরাজ্য-ভিত্তিক স্টার্ট-আপ ব্র্যান্ড নাথিং (Nothing)-ও। তাদের প্রথম স্মার্টফোন, Nothing Phone 1 ইতিমধ্যেই এয়ারটেল (Airtel)-এর ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে। তবে, এখন কোম্পানিটি তাদের ডিভাইসে জিও ট্রু ৫জি (Jio True 5G) সাপোর্ট সক্ষম করার জন্য একটি ওভার-দ্য-এয়ার (OTA) আপডেট নিয়ে এসেছে বলে জানা গেছে।

Nothing Phone 1-এ Jio True 5G সাপোর্ট চালু করতে রোল আউট করা হচ্ছে নতুন আপডেট

মাইস্মার্টপ্রাইস -এর সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, নাথিং তাদের একমাত্র স্মার্টফোন, নাথিং ফোন ১-এর জন্য একটি নতুন আপডেট রোল আউট করছে, যা এই হ্যান্ডসেটটিকে জিও ট্রু ৫জি সাপোর্টের জন্য সমর্থ করবে। বেশ কিছু নাথিং ফোন ব্যবহারকারী ইতিমধ্যেই টুইটারে শেয়ার করেছেন যে, তারা এই আপডেটটি পেয়েছেন। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে যে, এই মুহূর্তে মাত্র ১০% ব্যবহারকারীর জন্য আপডেটটি আউট হয়েছে, তবে এটি দীপাবলির (২৪ অক্টোবর) মধ্যে সকল গ্রাহকের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, এই আপডেটটি শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উপযোগী হবে, যারা দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী-এর মতো দেশের বড় শহরগুলিতে বসবাস করেন। রিলায়েন্স জিও এখনও তাদের ৫জি নেটওয়ার্ক ব্যাপকভাবে চালু করে উঠতে পারেনি। নাথিং ফোন ১-এ এই আপডেটটি পাওয়ার জন্য, হ্যান্ডসেটের সেটিংস> সিস্টেম> সিস্টেম আপডেট অপশনে যেতে পারেন এবং নতুন আপডেট চেক করতে পারেন।

জানিয়ে রাখি, Nothing Phone 1 স্বচ্ছ রিয়ার প্যানেলে সুসজ্জিত এলইডি লাইট যুক্ত অভিনব ডিজাইন সহ গত জুলাই মাসে বাজারে লঞ্চ হয়েছিল। এতে ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone 1-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News