Nothing Phone 2 ইউনিক ডিজাইন ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

Update: 2023-07-11 16:17 GMT

Nothing Phone 2 প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল। এটি Nothing Phone 1 এর উত্তরসূরী হিসেবে এসেছে। এদেশে নয়া ফোনটির দাম শুরু হয়েছে ৪৪,৯৯৯ টাকা থেকে। ফিচারের কথা বললে Nothing Phone 2 এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে। আর এতে পাওয়া যাবে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ও ফুল এইচডি প্লাস এলটিপিও ওলেড ডিসপ্লে। আসুন Nothing Phone 2 এর ভারতে মূল্য ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নার্থিং ফোন ২ এর দাম (Nothing Phone 2 Price in India)

Nothing Phone 2 এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা ও ৫৪,৯৯৯ টাকা। এটি ডার্ক গ্রে ও হোয়াইট কালারে পাওয়া যাবে।

আগামী ২১ জুলাই ফ্লিপকার্ট থেকে নার্থিং ফোন ২ এর সেল শুরু হবে। তবে যাদের কাছে প্রি-অর্ডার পাশ রয়েছে তারা আজ থেকেই ফোনটি অর্ডার করতে পারবেন। আর লঞ্চ অফার হিসেবে Axis ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ধারীদের ৩,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

Nothing Phone 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের নাথিং ফোন ২ ডিভাইসটি ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) এলটিপিও ওলেড ডিসপ্লে সহ এসেছে, যা ১-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল স্টাইলের, যার কাট আউটের মধ্যে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য নাথিং ফোন ২-এ অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ও ১২ জিবি পর্যন্ত র‌্যাম দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক নাথিং ওএস ২.০ কাস্টম স্কিনে রান করবে। সংস্থাটি তাদের এই লেটেস্ট মডেলে তিন বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ অফার করবে বলে নিশ্চিত করেছে।

ফটোগ্রাফির জন্য Nothing Phone 2 মডেলের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার এফ/১.৮৮। আর সেকেন্ডারি ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল স্যামসাং জেএন১ সেন্সর, যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। এটি মাইক্রো সেন্সর হিসেবেও কাজ করবে।

Nothing Phone 2 এর এই ক্যামেরা দিয়ে ৩০এফপিএস-এ ৪কে, ৬০এফপিএস-এ ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া আপনি স্লো মো ভিডিও রেকর্ড করতে পারবেন।

সিকিউরিটির জন্য এতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। সাথে রয়েছে ফেস আনলক ফিচার, যা মালিকের মুখ ঢাকা থাকলেও কাজ করবে। আবার জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখতে ফোনটিকে আইপি৫৪ রেটিং সহ আনা হয়েছে। সাউন্ডের জন্য এই ডিভাইসে পাওয়া যাবে তিনটি মাইক্রোফোন ও ডুয়েল স্টেরিও স্পিকার।

আর পাওয়ার ব্যাকআপের Nothing Phone 2 -এ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট পিপিএস ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির মাধ্যমে এই ফোন যথাক্রমে ৫৫ মিনিটে ও ১৩০ মিনিটে ফুল চার্জ হবে। এছাড়া এতে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ব্লুটুথ ৫.৩, ওয়াইফাই ৬, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।

Nothing Phone 1 এর মতো নয়া ডিভাইসে Gylph ইন্টারফেস উপস্থিত। এর রিয়ার প্যানেলে এলইডি স্ট্রিপস দেখা যাবে। আর এই ফোনে ১০টি নতুন রিংটোন ও নোটিফিকেশন সাউন্ড দেওয়া হয়েছে। ফোনটির ওজন ২০১.২ গ্রাম।

Tags:    

Similar News