সাধ্যের মধ্যে ফ্ল্যাগশিপ ফিচার দেবে Nothing Phone 2, লঞ্চের আগেই নেটমাধ্যমে প্রসেসরের নাম ফাঁস
লন্ডন-ভিত্তিক টেক স্টার্টআপ নাথিং (Nothing) তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাড, Ear (2) লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি ইতিমধ্যেই তাদের আসন্ন প্রিমিয়াম টিডাব্লিউএস ইয়ারবাড সম্পর্কে কিছু মূল বিবরণ নিশ্চিত করেছে, যেটি আগামী ২২ মার্চ লঞ্চ হতে চলেছে৷ আবার অফিসিয়াল লঞ্চের আগে, সংস্থা তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Nothing Phone (2) সম্পর্কেও কিছু তথ্য প্রকাশ করেছে৷ Nothing Phone (1) উত্তরসূরি মডেলটি চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে চলেছে৷ কোম্পানিটি নিশ্চিত করেছে যে, তাদের আসন্ন স্মার্টফোনটি বর্তমান সংস্করণের চেয়ে বেশি প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। আর এখন, একটি সূত্র থেকে নাথিং স্মার্টফোনের মূল কর্মক্ষমতা ইউনিটের কিছু গুরুত্বপূর্ণ বিবরণ প্রকাশ্যে এসেছে।
নাথিংয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) কার্ল পেই সম্প্রতি ঘোষণা করেছেন যে, নাথিং ফোন (২) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে। যদিও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ প্রযুক্তি সম্মেলনে নিশ্চিতকরণের সময়, কার্ল পেই এই চিপসেট সম্পর্কে কোনও সঠিক বিবরণ প্রকাশ করেননি। তবে, কোয়ালকমের এক অধিকর্তা তার একটি পোস্টে নাথিং ফোন (২)-এর প্রসেসরের বিবরণ ফাঁস করেছেন। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Nothing Phone (2)-এ থাকবে ফ্ল্যাগশিপ-গ্রেড প্রসেসর
নাথিং ফোন (২) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। কোয়ালকমের এসভিপি এবং মোবাইল এবং এক্সআর ব্যবসায়িক ইউনিটের জেনারেল ম্যানেজার, অ্যালেক্স কাটৌজিয়ান তার লিঙ্কডইনে পোস্টে এই বিশদটি ফাঁস করেছেন। পোস্টটি লাইভ করার কয়েক মিনিট পরে, অবশ্য এই তথ্যটি ডিলিট করে দেওয়া হয়। তবে, ৯১মোবাইলস তার মধ্যেই পোস্টটির স্ক্রিনশট নিতে সক্ষম হয়েছে।
জানিয়ে রাখি, অ্যালেক্স কাটৌজিয়ান-এর পোস্টটি নিশ্চিত করেছে যে, Nothing Phone (2) কোয়ালকমের গতবছরের ফ্ল্যাগশিপ, স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এটি আগের প্রজন্মের চিপ হওয়া সত্ত্বেও, এখনও বেশিরভাগ ব্যবহারের ক্ষেত্রে বেশ দ্রুত এবং দক্ষ। নাথিং স্মার্টফোনটি কবে লঞ্চ হবে, সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদি ডিভাইসটি ২০২৩ সালের শেষের দিকে চালু হয়, তাহলে Phone (2)-এর পারফরম্যান্স ইউনিটটি কিছুটা পুরোনো মনে হতে পারে, কারণ কোয়ালকম বছরের দ্বিতীয়ার্ধে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ২-ও লঞ্চ করতে পারে।
এর পাশাপাশি, নাথিং ইতিমধ্যেই জানিয়েছে যে, তারা Nothing Phone (1)-এর ৬,৫০,০০০ ইউনিট বিক্রি করেছে। কোম্পানি তাদের প্রিমিয়াম স্মার্টফোনের দ্বিতীয় প্রজন্মের মডেলটির সাথে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের আসন্ন হ্যান্ডসেটটি যাতে একটি প্রিমিয়াম ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করে, তা নিশ্চিত করার জন্য কোম্পানিটি এবার সফ্টওয়্যারের ওপর অতিরিক্ত জোর দেবে।
উল্লেখ্য, একটি দ্রুততর প্রসেসর এবং প্রিমিয়াম সফ্টওয়্যার অভিজ্ঞতা দেওয়ার ফলে, ফ্ল্যাগশিপ Nothing Phone (2)-এর দাম প্রিমিয়াম রেঞ্জে পৌঁছতে পারে। বর্তমানে Phone (1)-এর দাম ভারতে ২৫,০০০ থেকে ৩৭,০০০ টাকার মধ্যে ওঠানামা করছে। Phone (2)-এর দাম এর থেকে বেশি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। শোনা যাচ্ছে, নাথিংয়ের পরবর্তী প্রজন্মের ফোনটিতে ছোটখাটো পরিবর্তনের সাথে পূর্বসূরির মতো একই ডিজাইন দেখা যাবে।