Nothing Phone (2) পারফরম্যান্সে বাজিমাত করবে, গিকবেঞ্চ থেকে প্রসেসরের নাম ফাঁস

Update: 2023-05-17 08:56 GMT

লন্ডন-ভিত্তিক স্টার্ট-আপ নাথিং আর কয়েক সপ্তাহের মধ্যেই তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন, Nothing Phone (2) লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এটি গত বছর জুলাই মাসে লঞ্চ হওয়া Phone (1)-এর উত্তরসূরি হিসেবে আসবে। Nothing Phone (2) প্রিমিয়াম ফোন হতে চলেছে , যা Qualcomm Snapdragon 8 সিরিজের প্রসেসরে চলবে। স্মার্টফোনটির মডেল নম্বর এবং কিছু স্পেসিফিকেশন আগেই প্রকাশিত হয়েছে। আর এখন Nothing Phone (2) এর গিকবেঞ্চ লিস্টিং থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

Nothing Phone (2)-কে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে

A065 মডেল নম্বর সহ নাথিং ফোন (২) গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এই ফোনটি ‘টারো’ (Taro) কোডনেমের চিপসেটে চলবে, যা ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডের তিনটি কোর, ১.৮ গিগাহার্টজে রান করা চারটি কোর এবং সর্বোচ্চ ৩.০ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত একটি প্রাইম কোরের সমন্বয়ে গঠিত। তালিকায় উল্লেখিত তথ্যগুলি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এমনকি, কিছুদিন আগে কোয়ালকমের এক এগজিকিটিভও ঘটনাক্রমে পরবর্তী নাথিং ফোনের জন্য একই চিপসেট থাকার ইঙ্গিত করেছিলেন।

প্রসেসরের বিবরণের পাশাপাশি, গিকবেঞ্চ ডেটাবেসের লিস্টিং থেকে জানা গেছে যে, নাথিং ফোন (২)-তে ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে। সঙ্গে অন্যান্য ভ্যারিয়েন্টও বাজারে আসবে বলে আশা করা যায়। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলেও উল্লেখ করা হয়েছে। গিকবেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টি-কোর টেস্টে নাথিং ফোন (২) যথাক্রমে ১,২৫৩ এবং ৩,৮৩৩ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি ফাঁস হওয়া ডিজাইন রেন্ডার থেকে জানা গেছে যে, Nothing Phone (2)-তে এর পূর্বসূরির মতো একই ডিজাইন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ, এতে স্বচ্ছ ব্যাক প্যানেল, অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এলইডি লাইট (গ্লিফ ইন্টারফেস) থাকবে। স্মার্টফোনটি ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজের রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারিও অফার করবে বলেও। Nothing Phone (2) এ বছর জুন থেকে আগস্টের মধ্যে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে।

Tags:    

Similar News