১৫ মিনিটেই হট কেকের মতো উড়ে গেল Nothing Phone (2a) Plus Community Edition, চাইলেও কিনতে পারবেন না
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর ভারতে দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এই মূল্য ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। নার্থিং ফোন (২এ) প্লাস এর সাধারণ মডেলের দামও একই।
কয়েক সপ্তাহ আগে লঞ্চ হয়েছিল নার্থিং ফোন (২এ) প্লাস এর স্পেশাল ভ্যারিয়েন্ট Nothing Phone (2a) Plus Community Edition। এটি মূলত ফ্যানদের চাহিদা মতো তৈরি করা একটি ডিভাইস। যেকারণে নার্থিং ফ্যানদের মধ্যে এর চাহিদা ছিল তুঙ্গে। ফোনটির প্রথম সেলে তার প্রমাণ পাওয়া গেল। মাত্র ১৫ মিনিটের মধ্যে নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর সমস্ত ইউনিট বিক্রি হয়ে যায় বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, এটি কেবল প্রথম সেল ছিল না, বরং শেষ সেলও বটে। এরপর আর স্মার্টফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে না।
লঞ্চের দিনই নার্থিংয়ের তরফে জানানো হয়েছিল যে, ইউনিক গ্লো ইন দা ডার্ক এডিশনটির মাত্র ১,০০০ ইউনিট ভারতে পাওয়া যাবে। এরপর নার্থিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়। মোট ৪৮টি দেশে এক মিনিটে ১৯,০০০ রেজিস্ট্রেশন পায় নার্থিং। সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড অনেক বেশি থাকায় মুহুর্তেই প্রি-রেজিস্ট্রেশন নেওয়া বন্ধ করে আমেরিকার কোম্পানিটি।এরপর সেলে প্রি-রেজিস্ট্রেশনকারীরা মুহূর্তে নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর সমস্ত ইউনিট কিনে নেয়।
যারা এই সেলে ডিভাইসটি কিনতে পারলেন না তাদের জন্য এখনও ক্ষীণ আশা আছে। কারণ শনিবার লন্ডনের নার্থিং স্টোর থেকে এই ফোনের সীমিত সংখ্যক ইউনিট পাওয়া যাবে বলে নার্থিংয়ের তরফে নিশ্চিত করা হয়েছে। ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে স্পেশাল এডিশনটি কেনা যাবে।
Nothing Phone (2a) Plus Community Edition এর দাম
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর ভারতে দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এই মূল্য ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। নার্থিং ফোন (২এ) প্লাস এর সাধারণ মডেলের দামও একই।
বিশেষ বিশেষ স্পেসিফিকেশন ও ফিচার
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রসেসর উপস্থিত। ক্যামেরার কথা বললে, এতে ডুয়েল রিয়ার সেটআপ বর্তমান এবং সেলফির জন্য সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
রিয়ার সিস্টেমে পাওয়া যাবে এফ/১.৮৮ অ্যাপারচার ও ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৯ প্রাইমারি সেন্সর ও এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ আল্ট্রা ওয়াইড লেন্স। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ৪কে ভিডিও রেকর্ড করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৫০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।