Nothing Phone 2a নাকি OnePlus Ace 3V, কেনার আগে কোন ফোন কেনা ভালো হবে জেনে নিন

By :  SUMAN
Update: 2024-04-09 06:51 GMT

গত মার্চ মাসে একাধিক উল্লেখযোগ্য স্মার্টফোন ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে Nothing Phone 2a মডেলটি অন্যতম। মূলত পূর্বসূরিদের মতো এর অনন্য ডিজাইন এবং ফিচারগত কয়েকটি বৈশিষ্ট্যের কারণে স্বল্প সময়ের মধ্যে এই ফোন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলছে OnePlus Ace 3V এর। কারণ প্রায় একই দামে এই ডিভাইসটিও দুর্দান্ত ফিচার অফার করে। তাই Nothing Phone 2a নাকি OnePlus Ace 3V কোন স্মার্টফোন কেনা লাভজনক হবে তা জানার জন্য আজ আমরা এগুলির দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

Nothing Phone 2a vs OnePlus Ace 3V : ডিসপ্লে, সেন্সর

বক্সি ফর্ম ফ্যাক্টর ও ব্র্যান্ডের 'সিগনেচার' গ্লাইফ ইন্টারফেস যুক্ত ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ডিজাইনের সাথে আসা নাথিং ফোন 2এ মডেলে সরু বেজেল পরিবেষ্টিত 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট OLED পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ওয়ানপ্লাস এস 3ভি স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.74 ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে প্যানেল, যা 1.5কে রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,100 নিট পিক ব্রাইটনেস এবং 2,160 হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ থাকছে।

Nothing Phone 2a vs OnePlus Ace 3V : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্সের জন্য নাথিং ফোন 2এ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে সর্বাধিক 12 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত রম মিলবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক নাথিং ওএস 2.5 কাস্টম স্কিনে রান করে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস এস 3ভি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর সমন্বিত রয়েছে, যার সাথে সর্বাধিক 16 জিবি LPDDR5x র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সংযুক্ত। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে। এর সাথে চার বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

Nothing Phone 2a vs OnePlus Ace 3V : ক্যামেরা সেটআপ

Nothing Phone 2a স্মার্টফোনের পেছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - 'অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন' (OIS) সমর্থিত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল। এদিকে ডিভাইসের সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। এর ক্যামেরা বিভাগ আলট্রা-এক্সডিআর, মোশন ক্যাপচার, নাইট মোড, অ্যাকশন মোড এবং পোর্ট্রেট অপ্টিমাইজারের মতো একাধিক ক্যামেরা মোড সাপোর্ট করে, যা ফটোগ্রাফির মান আরও উন্নত করতে সাহায্য করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Ace 3V ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও প্রোএক্সডিআর (ProXDR) সমর্থিত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি রিয়ার সেন্সর + 8 মেগাপিক্সেল Sony IMX355 সেকেন্ডারি লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Nothing Phone 2a vs OnePlus Ace 3V : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য নাথিং ব্র্যান্ডের নতুন মিড-রেঞ্জ হ্যান্ডসেটে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Ace 3V ফোনে তুলনায় বড় অর্থাৎ 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। চার্জারটি রিটেল বক্সে অন্তর্ভুক্ত থাকছে।

Nothing Phone 2a vs OnePlus Ace 3V : দাম

এদেশের বাজারে Nothing Phone 2a মডেলটির দাম 23,999 টাকা শুরু হচ্ছে। এই দাম এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং টপ-এন্ড 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম থাকছে যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা। এটি - হোয়াইট এবং ব্ল্যাক কালার বিকল্পে কেনা যাবে।

বর্তমানে OnePlus Ace 3V মডেলটি চীনের বাজারে উপলব্ধ। এই অঞ্চলে এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম 1,999 ইউয়ান (প্রায় 23,080 টাকা) রাখা হয়েছে। আবার উচ্চতর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে 2,299 ইউয়ান (প্রায় 26,545 টাকা) ও 2,599 ইউয়ান (প্রায় 33,500 টাকা)। এটি - ম্যাজিক পার্পল সিলভার এবং টাইটানিয়াম গ্রে কালার অপশনে এসেছে।

Tags:    

Similar News