সেল শেষ হওয়ার পরও OnePlus স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট, এখান থেকে কিনলে বাঁচবে 22 হাজার টাকা

By :  techgup
Update: 2023-05-09 06:36 GMT

অ্যামাজনের সামার সেল থেকে যদি সস্তায় স্মার্টফোন কিনতে না পারেন, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। সেল শেষ হওয়ার পরও অ্যামাজনে লোভনীয় অফার ও ডিসকাউন্ট উপলব্ধ। শপিং সাইটটি থেকে আপনি এমআরপির চেয়ে খুব কম দামে OnePlus 10R 5G অর্ডার করতে পারবেন। এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এমআরপি ৩৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে ২১% ডিসকাউন্ট সহ এটি ৩০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আবার ব্যাংক অফারে ফোনটির দাম আরও ১ হাজার টাকা কমানো যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে ২১,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু পুরানো ফোনের বর্তমান অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

OnePlus 10R 5G এর বিশেষত্ব

OnePlus 10R 5G ফোনের সামনে দেখা যাবে ১০৮০×২৪১২ পিক্সেল রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ এসেছে‌। প্রসেসরের কথা বললে, এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১০আর ৫জি-এর পিছনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ডিভাইসে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক লেটেস্ট অক্সিজেন ওএস কাস্টম স্কিন।

Tags:    

Similar News