OnePlus 10R 5G Prime Blue: নতুন রঙে এই পুজোতে হাজির হচ্ছে ওয়ানপ্লাস ১০আর, কি কি চমক থাকবে
গত এপ্রিল মাসে স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে OnePlus 10R হ্যান্ডসেটটি ভারতের বাজারে উন্মোচন করে। এই ডিভাইসটি অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 8100 Max প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। ফোনটি সিয়েরা ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন- এই দুই কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। তবে এখন কোম্পানি নিশ্চিত করেছে যে, তারা খুব শীঘ্রই একটি নতুন প্রাইম ব্লু কালার ভ্যারিয়েন্টেও বাজারে উপলব্ধ হবে। OnePlus 10R-এর এই নয়া কালার অপশনটি সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল, চলুন জেনে নেওয়া যাক।
OnePlus 10R-এর নতুন রঙের বিকল্প শীঘ্রই আসছে ভারতীয় বাজার
সম্প্রতি জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা প্রকাশ করেছে যে ওয়ানপ্লাস তাদের লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন ওয়ানপ্লাস ১০আর-এর একটি নতুন প্রাইম ব্লু সংস্করণ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটির লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে আশা করা যায়, এটি আসন্ন অ্যামাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল সেলের সময় বিক্রির জন্য উপলব্ধ হবে, যা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।
প্রসঙ্গত, ডিভাইসটি রেগুলার ওয়ানপ্লাস ১০আর ৫জি-এর মতোই স্পেসিফিকেশন এবং ডিজাইনের সাথে আসবে। শুধুমাত্র পরিবর্তন দেখা যাবে এর রঙে। তবে, যেহেতু এটি একটি বিশেষ সংস্করণ, তাই স্ট্যান্ডার্ড মডেলের থেকে এর দাম সামান্য বেশি হতে পারে।
ওয়ানপ্লাস ১০আর ৫জি-এর স্পেসিফিকেশন - OnePlus 10R 5G Specifications
গত এপ্রিল মাসে এদেশে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১০আর ৫জি-তে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস (OxygenOS) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 10R 5G-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই রিয়েলমি হ্যান্ডসেটটি দুটি ব্যাটারি ও চার্জিং ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার মধ্যে একটি সংস্করণে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। তবে, এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র OnePlus 10R-এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত সিয়েরা ব্ল্যাক মডেলেই মিলবে। আর অপর ভ্যারিয়েন্টগুলিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।