১০০ জন OnePlus 10T ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা, মিলবে OxygenOS 13 আপডেট
OnePlus 10T চলতি বছরের আগস্টে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২.১ সহ লঞ্চ হয়েছিল। এখন এই চাইনিজ ব্র্যান্ডটি এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ ক্লোজড বিটা টেস্টিং (Android 13 based Oxygen OS 13 CBT) প্রোগ্রামের ঘোষণা করেছে। আশা করা যায় শীঘ্রই পাবলিক রিলিজও চলে আসবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ১০০ জন OnePlus 10T ব্যবহারকারী এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। ফিচারের কথা বললে, এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১৫০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট।
ওয়ানপ্লাস কমিউনিটির পোস্ট অনুযায়ী, ভারতের ১০০ ওয়ানপ্লাস ১০টি ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ ক্লোজড বিটা টেস্টিং শুরু হয়েছে। এই ফলে, দেশের ব্যবহারকারীরা চীনা স্মার্টফোন ব্র্যান্ডের পরবর্তী কাস্টম স্কিনটি আগে থেকেই অনুভব করতে পারবেন এবং সফ্টওয়্যার অভিজ্ঞতা উন্নত করার জন্য বাগ রিপোর্ট জমা দিতে পারবেন। এরপরই অক্সিজেন ওএস ১৩ এর স্টেবল ভার্সন রোলআউট করা হবে।
সমস্ত যোগ্য অংশগ্রহণকারীদের সমস্যা এবং পরামর্শগুলি রিপোর্ট করে ওয়ানপ্লাস কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। এটি হবে টেলিগ্রামের মাধ্যমে। ভারতীয় OnePlus 10T ব্যবহারকারীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে পারেন।
জানিয়ে রাখি, ভারতে OnePlus 10T ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা। এতে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এর পিছনে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও সামনে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।