সস্তা হয়ে গেল OnePlus 11 ও OnePlus 11R, হাজার হাজার টাকা ছাড়ে কিনুন যেকোনো 1টি প্রিমিয়াম ফোন

Update: 2024-01-29 17:33 GMT

বাজারের প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদার সাথে পাল্লা দিয়ে, সম্প্রতি জনপ্রিয় টেক ব্র্যান্ড OnePlus তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ OnePlus 12 লঞ্চ করেছে। এই নতুন লাইনআপের অধীনে কোম্পানি OnePlus 12 এবং OnePlus 12R দুটি স্মার্টফোন নিয়ে এসেছে, যেগুলিতে আধুনিক প্রযুক্তির দেখা মিলবে। এদিকে নতুন স্মার্টফোনগুলির আত্মপ্রকাশের সাথে সাথে আগের মডেলগুলি ব্যাপক ডিসকাউন্টে উপলব্ধ হয়েছে। ফলত আপনাদের যদি এখন একটি প্রিমিয়াম ফোন কেনার পরিকল্পনা থাকে, আর তথাকথিত পুরোনো (আগের বছরের) মডেল কিনতে কোনো সমস্যা না হয়, তাহলে OnePlus 11 বা OnePlus 11R-এর মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন। এগুলিতে এখন ন্যূনতম ৩,০০০ টাকার ছাড় মিলছে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে এই সুবিধা পাওয়া যাবে – আবার সাথে আছে মোটা টাকার এক্সচেঞ্জ অফারও। আসুন, দেখে নিই OnePlus 11 ও OnePlus 11R কিনতে এখন কেমন কী খরচ হবে…

নতুনের আগমনে ছাড়ে মিলছে OnePlus 11 ও 11R মডেল, দাম দেখে নিন

ওয়ানপ্লাস ১১ ফোনটি বর্তমানে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-য় ৫৬,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত। এক্ষেত্রে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট মিলছেনা, তবে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক বা ওয়ানকার্ড (OneCard)-এর ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। আবার পুরোনো মডেলের বিনিময়ে সর্বাধিক ৫২,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু (শর্তাবলি প্রযোজ্য) পাওয়া যেতে পারে।

একইভাবে ওয়ানপ্লাস ১১আর মডেলটি অ্যামাজনে ৩৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাচ্ছে। এতেও কোনো ফ্ল্যাট ডিসকাউন্টের সুবিধা নেই, কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক বা ওয়ানকার্ড ক্রেডিট কার্ডে পেমেন্টে হাজার টাকার ছাড় মিলবে। এছাড়া পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ৩৭,৮০০ টাকা পর্যন্ত ভ্যালু পেতে পারেন।

OnePlus 11-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১১ ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে আছে। এর সাথে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে। থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও। এই ফোনটি ইটারনাল গ্রিন এবং টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

OnePlus 11R-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১১আর ডিভাইসে পাবেন ৬.৭৪ ইঞ্চি সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

Tags:    

Similar News