OnePlus 11 5G ভারতে রাজার মতো এন্ট্রি নিল, ফাটাফাটি ফিচারের সাথে দুর্দান্ত ক্যামেরা, দাম কত

Update: 2023-02-07 17:19 GMT

OnePlus 11 5G আজ ভারতে ক্লাউড ১১ ইভেন্টে লঞ্চ হল। ২০২৩ সালে সংস্থার প্রথম ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ফোনটি আজ ভারতে আত্মপ্রকাশ করেছে, যার দাম শুরু হয়েছে প্রায় ৫৫ হাজার টাকা থেকে। বিশেষত্বের কথা বললে, OnePlus 11 5G ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও ৬.৭ ইঞ্চি এলটিপিও ৩.০ অ্যামোলেড ডিসপ্লে। আবার এতে রয়েছে অক্সিজেন ওএস ১৩ কাস্টম স্কিন ও ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস ১১ ৫জি এর ভারতে দাম ও লভ্যতা (OnePlus 11 5G Price in India and Availability)

ওয়ানপ্লাস ১১ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা। আর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬১,৯৯৯ টাকা। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ফোনটির সেল শুরু হবে।

তবে আজ থেকেই এটি অ্যামাজন ও ওয়ানপ্লাস এর ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাবে। এটি ইটারনাল গ্রীন ও টাইটান ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে, ক্রেতারা ৬ মাসের জন্য গুগল ওয়ান সাবস্ক্রিপশন পাবেন।

ওয়ানপ্লাস ১১ ৫জি এর স্পেসিফিকেশনের ও ফিচার (OnePlus 11 5G Specifications and Features)

ওয়ানপ্লাস ১১ ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রনো ৭৪০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম স্কিন দ্বারা চলবে। ওয়ানপ্লাসের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেলটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে।

আবার OnePlus 11 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৭-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩২১৬x১৪৪০ পিক্সেল) ১০ বিট এলটিপিও ৩.০ Samsung E4 AMOLED ডিসপ্লে, যা ডলবি ভিশন, ৫২৫ পিপিআই পিক্সেল ডেন্সিটি ও ০-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ১০০০ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ এসেছে। আবার ডিভাইসটি যাতে দীর্ঘ সময়ের ব্যবহারে গরম না হয়ে যায়, তার জন্য এতে ভিসি লিকুইড কুলিং সিস্টেম উপস্থিত।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, OnePlus 11 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরা ডেভেলপ করেছে হ্যাসেলব্লাড (Hasselblad)। ফোনটির রিয়ার ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ১১৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ যুক্ত আল্ট্রা-ওয়াইড লেন্স ও অটোফোকাস সমর্থিত ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 সেকেন্ডারি সেন্সর, এবং ২এক্স টেলিফোটো লেন্স যুক্ত ৩২ মেগাপিক্সেল Sony IMX709 RGBW টারশিয়ারি সেন্সর। এই ক্যামেরা নাইটস্কেপ, স্মার্ট সিন রিকগনিশন, সুপার স্টেবল মোড সাপোর্ট করবে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য OnePlus 11 5G ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি সেন্সর পাওয়া যাবে।

এছাড়া OnePlus 11 5G বায়োনিক ভাইব্রেশন মোটর এবং ডুয়াল স্টেরিও স্পিকার সহ এসেছে। এই ফোনে ডুয়েল 'রিয়েলটি' স্পিকার দেওয়া হয়েছে, যা ডলবি অ্যাটমোস সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ডুয়াল সিম স্লট, GNSS, NFC এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত৷ সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভিক ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। ২৫ মিনিটে এই ব্যাটারি ফুল চার্জ হবে বলে কোম্পানিটি দাবি করেছে। এই ফোনের পরিমাপ ১৬৩.১x৭৪.১x৮.৫৩ মিমি এবং ওজন ২০৫ গ্রাম।

Tags:    

Similar News