OnePlus আনছে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5G স্মার্টফোন, থাকবে লেটেস্ট প্রসেসর

Update: 2022-10-21 05:53 GMT

ওয়ানপ্লাস (OnePlus) এবছরের শেষের দিকে বা ২০২৩ সালের প্রথম দিকে তাদের পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটি OnePlus 11 5G নামে বাজারে আসতে পারে। প্রসঙ্গত, কোম্পানি গতবছর তাদের সবচেয়ে প্রিমিয়াম অফার হিসেবে শুধুমাত্র OnePlus 10 Pro ফোনটি লঞ্চ করেছিল, স্ট্যান্ডার্ড 10 5G মডেলটি বাজারে আনেনি। তবে বর্তমানে শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে এবছর Pro মডেলটি উন্মোচন না করে, শুধুই স্ট্যান্ডার্ড মডেলটি লঞ্চ করবে। ইতিমধ্যেই OnePlus 11-এর ক্যামেরা এবং প্রসেসরের বিবরণ অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন এক পরিচিত টিপস্টার ওয়ানপ্লাসের এই আপকামিং ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছেন।

ফাঁস হল OnePlus 11 5G-এর স্পেসিফিকেশন

ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট, ওয়েইবো (Weibo)-এ ওয়ানপ্লাস ১১ ৫জি-এর মূল স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। টিপস্টার জানিয়েছেন যে, ওয়ানপ্লাসের এই নয়া ফোনটি PHB110 মডেল নম্বর বহন করবে। ডিভাইসটিতে ৩,২১৬ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কার্ভড এলটিপিও (LTPO) ডিসপ্লে থাকবে। আর সেলফি ক্যামেরার জন্য, স্ক্রিনের ওপরে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ফাঁস হওয়া ডিজাইন রেন্ডার অনুযায়ী, পাঞ্চ হোল কাটআউটটি স্ক্রিনের ওপরের বাম কোণে অবস্থান করবে। অনুমান করা হচ্ছে যে, ওয়ানপ্লাস ১১ ৫জি-এর ডিসপ্লেটি হাই রিফ্রেশ রেট যুক্ত একটি অ্যামোলেড (AMOLED) প্যানেল হবে।

পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস ১১ ৫জি কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে, যা আগামী ১৫ নভেম্বর আয়োজিত স্ন্যাপড্রাগন টেক সামিট ২০২২ (Snapdragon Tech Summit 2022)-এর মঞ্চে উন্মোচন করা হবে বলে মনে করা হচ্ছে। এটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। ওয়ানপ্লাস ১১ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ (Oxygen OS 13) কাস্টম স্কিনে রান করতে পারে।

এছাড়াও ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, OnePlus 11 5G-তে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। এই তথ্যটি অবশ্য সাম্প্রতিক একটি রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। 11 5G-এর ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে একটি এলইডি ফ্ল্যাশ, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এর প্রাইমারি সেন্সরে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 11 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছর স্ট্যান্ডার্ড OnePlus 10 লঞ্চ না করে শুধুমাত্র OnePlus 10 Pro ফোনটি উন্মোচন করার সিদ্ধান্ত নেয় সংস্থা, যা কোম্পানির ইতিহাসে এই প্রথম ঘটলো। তবে মনে করা হচ্ছে যে, ওয়ানপ্লাস পরবর্তী প্রিমিয়াম অফারের ক্ষেত্রে অতীতের রাস্তায় হাঁটবে এবং প্রথমে নন-প্রো মডেলগুলি বাজারে আনবে। সাম্প্রতিক রিপোর্ট থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, OnePlus 11 5G উন্নত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, আপগ্রেড করা ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, ২০ ওয়াট বর্ধিত চার্জিং গতি এবং নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ-এর মতো একাধিক আপগ্রেডেড বৈশিষ্ট্য অফার করবে।

তবে এটি লক্ষনীয় যে, OnePlus 10 Pro-এর তুলনায় 11 5G একই ডিসপ্লে স্পেসিফিকেশন এবং একটি ডাউনগ্রেড ফ্রন্ট সেন্সরের সাথে আসবে বলে শোনা যাচ্ছে। তবে, উল্লেখিত স্পেসিফিকেশনগুলির সত্যতা এখনও প্রমাণিত হয়নি। তাই এগুলি বাস্তবায়িত হবে কিনা তা সময়ই বলতে পারবে।

Tags:    

Similar News