OnePlus-এর এই মডেলে মিলছে 50 হাজার টাকার বেশি ছাড়, ফ্ল্যাগশিপ ফোন কেনার চরম সুযোগ
স্মার্টফোন বাজারে ফ্ল্যাগশিপ সেগমেন্টের ক্ষেত্রে OnePlus একটি জনপ্রিয় নাম। প্রচুর মানুষ এই কোম্পানির হ্যান্ডসেট কেনার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু ফ্ল্যাগশিপ ফোন কেনা বেশ খরচ সাপেক্ষ ব্যাপার, তা সে যে কোম্পানিই বেছে নেওয়া হোক না কেন! এমতাবস্থায় আপনি যদি দীর্ঘ সময় ধরে একটি প্রিমিয়াম ফিচার বিশিষ্ট স্মার্টফোন কিনবেন বলে ভেবে থাকেন এবং আপনার পছন্দের তালিকায় থাকে OnePlus, তাহলে এই প্রতিবেদনে রয়েছে একটি সস্তা অফারের সন্ধান। বর্তমানে ৬২ হাজার টাকা দামের OnePlus 11 5G (Eternal Green) স্মার্টফোনটি ব্যাপক ছাড়ে কেনার সুযোগ রয়েছে, আপনি চাইলে এটি ১০ হাজার টাকারও কমে কিনতে পারবেন। কোথায় এবং ঠিক কত দামে এই ফোন কিনতে পারবেন, এখন বলব সেই কথাই।
হাজার হাজার টাকা ছাড়ে মিলছে OnePlus 11 5G, দেখুন দাম
ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের ১৬ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) ৬১,৯৯৯ টাকা। কিন্তু জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এটিতে এমন পরিমাণ এক্সচেঞ্জ অফার দিচ্ছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে! এক্ষেত্রে আপনি যদি কোনো পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই মডেলটি কেনেন তাহলে ৫৮,৮৯৯ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ পেতে পারেন। আর পুরো অফার কাজে লাগানো গেলে আপনি মাত্র ৩,১০০ টাকায় এটি হাতের মুঠোয় পেয়ে যাবেন। তবে সম্পূর্ণ অফার পেতে গেলে আপনার পুরোনো ফোনের অবস্থা ঠিকঠাক থাকতে হবে, এছাড়া এক্সচেঞ্জ বোনাস নির্ভর করবে পুরোনো ফোনের মডেল এবং ব্র্যান্ডের উপর।
মনে রাখবেন, অ্যামাজন এই ফোনে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছেনা, তবে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত সাশ্রয় করা যাবে।
OnePlus 11 5G-এর স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১১ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা ভিক্টাস প্রোটেকশনযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বিদ্যমান। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এতে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান থাকবে।