স্মার্টফোনের জগতে এই ফিচার খুবই বিরল, সেটাই পুঁজি করে বাজারে সেরা হতে আসছে OnePlus 11
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস খুব শীঘ্রই বাজারে তাদের পরবর্তী নম্বর সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড OnePlus 11 হ্যান্ডসেটটি লঞ্চ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে এই ফোনটির সম্পর্কে একাধিক নতুন তথ্য অনলাইনে প্রকাশিত হতে শুরু করেছে, যা কার্যত অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। আর এবার এক টিপস্টার জানিয়েছেন যে, ওয়ানপ্লাসের এই ফোনটি শীর্ষস্থানীয় হার্ডওয়্যারের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, একটি সিরামিক কভার সহ বিলাসবহুল লুক নিয়ে বাজারে হাজির হবে, যেমনটা সচরাচর স্মার্টফোনে দেখা যায় না।
OnePlus 11 আসছে আকর্ষণীয় সিরামিক কভার সহ
ওয়ানপ্লাস তাদের "নেক্সট জেনারেশন" ওয়ানপ্লাস ১১-এর স্মার্টফোনের জগতে ঝড় তুলতে চলেছে। এখন টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, ওপ্পো (Oppo)-এর সহযোগী ব্র্যান্ডটি তাদের এই ফোনে হাই-এন্ড স্পেসিফিকেশন এবং একটি সিরামিক কভার দিয়ে চমকে দিতে পারে।
প্রসঙ্গত, স্মার্টফোনে খুব কমই সিরামিক ক্যাসিং ব্যবহার হয়। এটি স্মার্টফোন নির্মাতারা খুব একটা পছন্দ করে না, কারণ এগুলি খুব দামী এবং খুব ভারী উপাদান। তবে এগুলি স্থিতিস্থাপক, ব্যবহার করার ক্ষেত্রে মনোরম এবং ডিভাইসগুলিতে অত্যন্ত ফ্যাশনেবল স্পর্শ যোগ করে। পূর্বে ওয়ানপ্লাস এক্স এবং শাওমি এমআই ১১ আল্ট্রা-এ সিরামিক কেসিংয়ের সাথে চিত্তাকর্ষক ডিজাইন দেখা গেছে। নতুন ওয়ানপ্লাস ১১-এও সিরামিক কভার থাকবে, যদিও এটি কিছুটা ওজন যোগ করবে।
অন্যদিকে, ফাঁস ডিজাইন ছাড়াও হাই-এন্ড স্পেসিফিকেশন অফার করবে OnePlus 11। ডিভাইসটিতে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে, যার সাথে ১৬ জিবি র্যাম পাওয়া যাবে। এগুলি ডিভাইসে সন্তোষজনক কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম হবে। আবার, ফোনের সামনে ফুল-এইচডি+ ওলেড (OLED) প্যানেল অবস্থান করবে বলে জল্পনা রয়েছে। ডিসপ্লের ওপরের বাম কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে।
OnePlus 11-এর ক্যামেরা সেটআপে আগের প্রজন্মের মতোই হ্যাসেলব্লাড (Hasselblad)-এর টিউনিং থাকবে। সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত থাকবে।
উল্লেখ্য, আগের প্রজন্মের মতো ওয়ানপ্লাস এবার Pro মডেল নয়, স্ট্যান্ডার্ড OnePlus 11 লঞ্চ করতে চলেছে। তবে, এবারেও কোম্পানি শুধুমাত্র একটি ডিভাইস অফার করবে। যেমন, চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া OnePlus 10 Pro-এর কোনও "রেগুলার" ভ্যারিয়েন্ট বাজারে আসেনি।