OnePlus 11 5G নাকি OnePlus 11R, ফিচারে ঠাসা ফোন ফোনটি আপনার কেনা উচিত

By :  techgup
Update: 2023-02-09 08:52 GMT

গত ৭ ফেব্রুয়ারি কোম্পানির ক্লাউড ১১ ইভেন্টে (OnePlus Cloud 11 Event) OnePlus 11 5G এবং OnePlus 11R 5G-এর ওপর থেকে পর্দা সরিয়েছে OnePlus। একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা এই দুটি হ্যান্ডসেটই ইউজারদের বেশ মনপসন্দ হবে বলে দাবি করেছে সংস্থাটি। বলে রাখি, OnePlus 11 5G-এর দাম রাখা হয়েছে ৫৬,৯৯৯ টাকা; অন্যদিকে OnePlus 11R 5G-এর বেস ভ্যারিয়েন্টটি কিনতে হলে খরচ পড়বে ৩৯,৯৯৯ টাকা। দুটি ফোনেই লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর, সনি ক্যামেরা সেন্সর ও শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির দেখা মিলবে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে OnePlus 11 5G এবং OnePlus 11R 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে চলেছি। ফলে এই প্রতিবেদনটি পড়লে কোন হ্যান্ডসেটটি কেনা আপনার জন্য লাভজনক হবে, সে ব্যাপারে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন।

OnePlus 11 5G এবং OnePlus 11R 5G-এর দাম

ভারতে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১১ ফোনটির বিক্রি শুরু হবে। ডিভাইসটির ৮ জিবি + ১২৮ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৫৬,৯৯৯ টাকা এবং ৬১,৯৯৯ টাকা।

অন্যদিকে, ভারতে ওয়ানপ্লাস ১১আর-এর ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৪৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। হ্যান্ডসেটটির প্রি-অর্ডার ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারি থেকে অ্যামাজন (Amazon), ওয়ানপ্লাসের ওয়েবসাইট এবং সারা দেশে কোম্পানির সকল রিটেইল স্টোরের মাধ্যমে এটি বিক্রির জন্য উপলব্ধ হবে।

OnePlus 11 এবং 11R-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১১-এ ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি+ (১৪৪০x৩২১৬ পিক্সেল) ১০-বিট এলটিপিও ৩.০ অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা ৫২৫ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ পর্যন্ত ডায়নামিক রিফ্রেশ রেট, এবং ১,০০০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১১আর-এ আছে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি+ (২৭৭২×১২৪০) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার অ্যাডাপটিভ ডায়নামিক রিফ্রেশ রেট ৪০ হার্টজ-১২০ হার্টজ। এছাড়া, এই স্ক্রিনটি ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৪৫০ নিটস পিক ব্রাইটনেস, এবং ১,০০০ হার্জ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে।

প্রসেসরের কথা বললে, ওয়ানপ্লাস ১১ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (Snapdragon 8 Gen 2) এসওসি সহ এসেছে। এই ফোনে রয়েছে অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ (Adreno 740 GPU), ১৬ গিগাবাইট পর্যন্ত এলপিডিডিআর৫এক্স (LPDDR5X) র‌্যাম এবং কোম্পানির বিশেষ হাইপারবুস্ট (HyperBoost) গেমিং ইঞ্জিন। অন্যদিকে, ওয়ানপ্লাস ১১আর-এ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ (Snapdragon 8+ Gen 1) চিপসেট সহ ১৬ গিগাবাইট পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, উভয় হ্যান্ডসেটেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান; তবে ক্যামেরা স্পেসিফিকেশনের মধ্যে ফারাক রয়েছে। ওয়ানপ্লাস ১১ ৫জি-তে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি আইএমএক্স৮৯০ সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সনি আইএমএক্স৫৮১ সেন্সর এবং এফ/২.০ অ্যাপারচারসহ ৩২ মেগাপিক্সেল টেলিফটো সনি আইএমএক্স৭০৯ সেন্সর। অন্যদিকে, ওয়ানপ্লাস ১১আর-এ পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আবার সেলফির জন্য, উভয় ফোনেই ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরার দেখা মিলবে; তবে ওয়ানপ্লাস ১১-এ এফ/২.৪৫ অ্যাপারচার সহ সনি আইএমএক্স৪৭১ সেন্সরও ব্যবহার করা হয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১১ এবং ওয়ানপ্লাস ১১আর উভয় হ্যান্ডসেটেই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সবশেষে পরিমাপের কথা বললে, ওয়ানপ্লাস ১১-এর পরিমাপ ১৬৩.১x৭৪.১x৮.৫৩ মিমি এবং ওজন ২০৫ গ্রাম। অন্যদিকে, ওয়ানপ্লাস ১১আর-এর উচ্চতা ১৬.৩৪ সেমি, প্রস্থ ৭.৪৩ সেমি এবং পুরুত্ব ০.৮৭ সেমি, এবং ডিভাইসটির ওজন ২০৪ গ্রাম। দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেম ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম স্কিনে রান করে।

Tags:    

Similar News