রাত পোহালেই OnePlus 11R এর অগ্রিম বুকিং শুরু, কেনার আগে এই দুর্দান্ত ফোনের সব তথ্যে চোখ বুলিয়ে নিন

Update: 2023-02-20 08:27 GMT

ওয়ানপ্লাস এ মাসে ভারতে OnePlus 11R লঞ্চ লঞ্চ করেছে। আর অবশেষে ফোনটি ভারতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। এই লেটেস্ট ওয়ানপ্লাস হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত। এটি তার পূর্বসূরি OnePlus 10R-এর তুলনায় বেশকিছু উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে হাজির হয়েছে, যার মধ্যে অন্যতম হল ১.৫কে (1.5K) রেজোলিউশন সহ কার্ভড ডিসপ্লে। OnePlus 11R-এ কোম্পানির সিগনেচার অ্যালার্ট স্লাইডারও রয়েছে, যা এর পূর্বসূরি মডেলে উপস্থিত ছিল না। স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন তাহলে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ OnePlus 11R-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলির ওপর বুলিয়ে নেওয়া যাক।

ভারতে OnePlus 11R 5G-এর মূল্য এবং উপলব্ধতা

ভারতের বাজারে ওয়ানপ্লাস ১১আর ৫জি-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও, এই হ্যান্ডসেটটি একটি ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনেও পাওয়া যাবে, যার মূল্য ৪৪,৯৯৯ টাকা। এটি আগামীকাল অ্যামাজন এবং ওয়ানপ্লাস স্টোর -এর মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে।

OnePlus 11R 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

নতুন ওয়ানপ্লাস ১১আর-এ ২,৭৭২ × ১,২৪০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন, ৪৫০ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি একটি কার্ভড ডিসপ্লে, যা ১০-বিট কালার ডেপ্থ অফার করে এবং এতে এইচডিআর১০+ সার্টিফিকেশন রয়েছে। নিরাপত্তার জন্য, এই স্ক্রিনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে এবং ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট উপস্থিত রয়েছে।

পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস ১১আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর এবং অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ দ্বারা চালিত। এটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, OnePlus 11R-এর ব্যাক প্যানেলে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে ১/১.৫৬ ইঞ্চির সেন্সর সাইজ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করছে৷ আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11R ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে। এটি স্ট্যান্ডার্ড OnePlus 11-এর মতোই ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য একটি ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট ব্যবহার করে। এটিতে ডলবি অ্যাটমস অডিও সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে, তবে এতে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাকের অভাব রয়েছে।

এছাড়াও, OnePlus 11R-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডুয়েল-সিম সাপোর্ট, ৫জি, ওয়াইফাই ৬ ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস এবং গ্লোনাস। এটি সোনিক ব্ল্যাক এবং গ্যালাকটিক সিলভার- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। সবশেষে ফোনটির পরিমাপ ১৬৩.৪ × ৭৪.৩ × ৮.৭ মিলিমিটার এবং ওজন ২০৪ গ্রাম।

Tags:    

Similar News