একঝলকেই মনে ধরবে, টুকটুকে লাল রঙের বিশেষ ফোন লঞ্চ করতে চলেছে OnePlus
ওয়ানপ্লাস বর্তমানে চীনে OnePlus 12 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে চীনা বাজারে এই ফোনটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আসন্ন OnePlus 12 5G স্মার্টফোনটি ভারত সহ বিশ্ব বাজারে আগামী বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করবে৷ চীনা কোম্পানিটি এবার ভারতে OnePlus 11R স্মার্টফোনের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করার ইঙ্গিত দিয়েছে৷
OnePlus 11R 5G Red Vegan Leather Edition শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে
ফোনের নাম উল্লেখ না করে ওয়ানপ্লাস তাদের টিজারটিতে প্রকাশ করেছে যে নয়া হ্যান্ডসেটটি ব্র্যান্ডের অন্যান্য প্রোডাক্টগুলির মতো একটি অ্যামাজন (Amazon)-এক্সক্লুসিভ ডিভাইস হবে। অর্থাৎ এটি অনলাইনে শুধুমাত্র অ্যামাজনের প্ল্যাটফর্ম থেকেই কেনা যাবে। কোম্পানি টিজারে “R.3.18.512” লেখাটি প্রকাশ করেছে এবং পোস্টারে 'কমিং সুন' কথাটিও রয়েছে। তবে, অ্যামাজন ওয়েবসাইটে ছবির ইউআরএল "উডন রেড" (Udon Red) লেবেল বহন করে। জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ১১আর-এর কোডনেম "উডন", আর এখানে "রেড" কথাটি ইঙ্গিত দেয় যে ওয়ানপ্লাস ভারতে একটি নতুন লাল রঙের স্মার্টফোন ভ্যারিয়েন্ট আনতে চলেছে।
একটি প্রেস রিলিজে শেয়ার করা ওয়ানপ্লাসের বিবৃতি নিশ্চিত করেছে যে, তারা শীঘ্রই ভারতে একটি স্মার্টফোনের লাল রঙের সংস্করণ লঞ্চ করবে। ওয়ানপ্লাস এর সাথেই দাবি করে যে এই আকষর্ণীয় "লাল" রঙ ওয়ানপ্লাস ইউজারদের মধ্যে উত্তেজনা তৈরি করবে। ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারিতে ভারতে গ্যালাকটিক সিলভার এবং সোনিক ব্ল্যাক কালার অপশনগুলিতে ওয়ানপ্লাস ১১আর স্মার্টফোন লঞ্চ করেছে।
জানিয়ে রাখি, 11R 5G মডেলটি আসলে OnePlus Ace 2-এর একটি রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট ছিল, যা স্ট্যান্ডার্ড OnePlus 11 5G স্মার্টফোনের সাথে চীনে আত্মপ্রকাশ করেছিল। কোম্পানি গত এপ্রিল মাসে OnePlus Ace 2 স্মার্টফোনের রেড ভিগান লেদার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার পোশাকি নাম লাভা রেড। বেশ কিছু মাস আগে শোনা গিয়েছিল যে, শীঘ্রই ভারতে OnePlus 11R স্মার্টফোনের লেদার ভ্যারিয়েন্ট রিলিজ হবে।
তবে, ওয়ানপ্লাস শুধুমাত্র ভারতে বেস OnePlus 11 5G স্মার্টফোনের বিশেষ সংস্করণ লঞ্চ করেছে। OnePlus Ace 2-এর রেড ভেগান লেদার সংস্করণে লাল রঙের চামড়ার উপাদানের সাথে ধারগুলিতে স্টিচিং দেখা যায়। OnePlus জেনশিন ইমপ্যাক্ট (Genshin Impact) গেমের চরিত্রগুলির সাথে একটি কাস্টমাইজড বক্স সহ চীনের বাজারে স্মার্টফোনটি নিয়ে এসেছে। ভারতে আসন্ন ওয়ানপ্লাস ডিভাইসটি সম্ভবত আগামী ৮ অক্টোবর নির্ধারিত অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আগে আত্মপ্রকাশ করবে।
OnePlus 11R 5G-এর স্পেসিফিকেশন
OnePlus 11R 5G-এ ৬.৭৪ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১০-বিট কালার ডেপ্থ প্যানেল, কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট, এইচডিআর+ সাপোর্ট অফার করে। এই ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য Adreno 730 জিপিইউ যুক্ত রয়েছে। এই ডিভাইসে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যায়। OnePlus 11R 5G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ (Oxygen OS 13) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 11R 5G-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX 890 প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত রয়েছে। আর ফোনের সমানে একটি ১৬ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11R 5G বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।