গেম খেলার জন্য আদর্শ OnePlus 12, রয়েছে বিশাল বড় ভেপার কুলিং চেম্বার সহ লেটেস্ট Snapdragon প্রসেসর

By :  SUPARNA
Update: 2023-12-07 11:17 GMT

OnePlus 12 স্মার্টফোনের আগমন নিয়ে যথেষ্টই উত্তেজিত ছিল চীনের বাসিন্দারা। তাই লঞ্চের পর ডিভাইসটি নেড়েচেড়ে পরীক্ষা করে দেখে নিতেও ভুলছেন না টেক বিশ্লেষকেরা। আসলেই যে ডিভাইস নিয়ে এতো মাতামাতি তা আদৌ এত প্রশংসা কুড়োনোর যোগ্য কিনা তা তো যাচাই করে নিতেই হবে। যেকারণে সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল WekiHome -এর এক প্রযুক্তি বিশেষজ্ঞ OnePlus 12 ফোনের টিয়ারডাউন ভিডিও শেয়ার করেছেন। 'টিয়ারডাউন' হল এমন একটা পদ্ধতি, যেখানে ফোনের বিভিন্ন যন্ত্রাংশ এক এক করে খুলে দেখানো হয়। OnePlus 12 -এর ক্ষেত্রেও এমনটাই করা হয়েছে। ভিডিও -তে, ফোনটির সুসংগঠিত অভ্যন্তরীণ কম্পোনেন্ট এবং চিত্তাকর্ষক তথা বিশাল ভেপার কুলিং সিস্টেম সহ অন্যান্য খুঁটিনাটি দেখানো হয়েছে।

OnePlus 12 স্মার্টফোনে আছে বিশালাকার ভেপার কুলিং চেম্বার

উইকিহোম পরিচালিত টিয়ারডাউন ভিডিও -এর একটা জিনিস বিশেষভাবে নজর কেড়েছে আমাদের, যা হল ওয়ানপ্লাস ১২ ফোনের অভ্যন্তরীণ কম্পোনেন্ট বা পার্টসের সুন্দর বিন্যাস। ডিভাইসটির মাদারবোর্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি তিন-স্তরীয় প্লাস্টিক কভারের নীচে সুন্দরভাবে সাজানো আছে। এই প্লাস্টিক কভারে - ওয়্যারলেস চার্জিং প্যাড, এনএফসি অ্যান্টেনা, এলইডি ফ্ল্যাশ এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আটকানো রয়েছে।

তিন-স্তরীয় প্লাস্টিকের কভার সরানোর পর প্রথমেই রিয়ার ক্যামেরা সেন্সরগুলি দেখা গেছে। জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ১২ ফোনটি OIS সমর্থিত ৫০ মেগাপিক্সয়েল Sony LYT-808 প্রাইমারি সেন্সর, OIS এবং ৩এক্স পেরিস্কোপ জুম লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B সেন্সর, এবং ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 অটো-ফোকাস শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে লঞ্চ হয়েছে৷ এই প্রত্যেকটি সেন্সর আলাদা আলাদাভাবে খুলে দেখিয়েছেন ইউটিউব চ্যানেলটির প্রযুক্তি বিশেষজ্ঞ।

আবার টিয়ারডাউন ভিডিওর তৃতীয় অংশে স্মার্টফোনের আপগ্রেডেড হ্যাপটিক্স মোটর লক্ষ্যণীয়। সংস্থার দাবি অনুসারে, এই মোটর পূর্বসূরিতে ব্যবহৃত মোটরের তুলনায় ১৮% অধিক শক্তিশালী এবং ৬০% দ্রুত পারফরম্যান্স প্রদানে সক্ষম।

হ্যাপটিক্স মোটর সহ আরো বেশ কয়েকটা স্তর সাবধানতার সাথে সরানো হলে ডিসপ্লে স্ক্রিনের নীচে অবস্থিত বিশালাকার ভেপার চেম্বার বেরিয়ে এসেছে। জানিয়ে রাখি ওয়ানপ্লাস ১২ ফ্ল্যাগশিপ ফোনে ৯,১৪০mm² ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম বিদ্যমান রয়েছে, যা ফোনের ভিতর ৩৮,৫৪৭mm² এলাকা জুড়ে অবস্থিত। এরূপ বড় কুলিং সিস্টেম দেওয়ার কারণ, লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, যাতে ভারী কাজের সময় নিজের সর্বোচ্চ কর্মক্ষমতা বজায় রাখতে পারে।

উইকিহোম (WekiHome) -এর টিয়ারডাউন ভিডিওতে, বেশ কয়েকটি রাবার গ্যাসকেটও দেখা গেছে। এগুলি ফোনের IP65 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জানিয়ে রাখি, IP65 প্রত্যয়িত হওয়ার দরুন OnePlus 12 স্মার্টফোন স্প্ল্যাশ এবং হালকা বৃষ্টি সহ্য করতে পারে। যার ফলে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ।

Tags:    

Similar News