OnePlus 12R কেনা যাবে এই ওয়েবসাইট থেকে, লঞ্চের আগে নাম জানিয়ে দিল সংস্থা
ওয়ানপ্লাস আগামী ২৩ জানুয়ারি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে OnePlus 12 সিরিজ লঞ্চের তোড়জোড় শুরু করেছে। এই সিরিজে OnePlus 12 এবং OnePlus 12R নামে দুটি ফোন আসবে। আর এখন, কোম্পানি প্রকাশ করেছে যে OnePlus 12R ভারতে বাজারে শুধুমাত্র অ্যামাজন (Amazon)-এর মাধ্যমে বিক্রি করা হবে। লঞ্চের আগে, OnePlus 12R ফোনের মাইক্রো-সাইট ওই ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। সেখানে হ্যান্ডসেটটি দুটি কালার অপশনে দেখা গিয়েছে। আসুন আপকামিং OnePlus 12R সম্পর্কে কি কি তথ্য উঠে এল অ্যামাজন মাইক্রো-সাইট থেকে, জেনে নেওয়া যাক।
OnePlus 12R ফোনটি Amazon India-এ এক্সক্লুসিভলি বিক্রির জন্য উপলব্ধ হবে
অ্যামাজন ইন্ডিয়ার প্ল্যাটফর্মে প্রকাশিত মাইক্রো সাইটটি নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস ১২আর ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজে আসতে পারে। এটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস এস ৩-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। আসুন তাহলে ওয়ানপ্লাস ১২আর-এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানতে ওয়ানপ্লাস এস ৩-এর বৈশিষ্ট্যগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।
OnePlus Ace 3 (OnePlus 12R)-এর স্পেসিফিকেশন এবং ফিচার
OnePlus Ace 3-এ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১.৫কে (২,৭৮০ × ১,২৬৪ পিক্সেল) রেজোলিউশন, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৬০০ নিট পিক ব্রাইটনেস, ৪,৫০০ নিট এইচবিএম ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২-এর সুরক্ষা অফার করে।
ফোনটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রসেসে তৈরি ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত, যা Adreno 740 জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। OnePlus Ace 3-এ ১২ জিবি / ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ মিলবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করে।
OnePlus Ace 3-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১/১.৫৬ ইঞ্চির সেন্সর সাইজ, এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা বিদ্যমান৷ আর ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, OnePlus Ace 3-এ ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিশাল ব্যাটারি যুক্ত রয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। আর উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, ডিভাইসটি ডলবি অ্যাটমস এবং ইউএসবি টাইপ-সি অডিও পোর্ট সহ স্টেরিও স্পিকার সেটআপ অফার করে।
দামের ক্ষেত্রে, চীনা মার্কেটে OnePlus Ace 3-এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ২,৫৯৯ রেনমিনবি (প্রায় ৩০,৫০০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে। আসন্ন OnePlus 12R-বেস ভ্যারিয়েন্টের দাম ভারতীয় বাজারে ৪০,০০০ টাকার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে।