OnePlus 13 ফোনে থাকবে 24GB RAM, পাত্তা পাবে না Xiaomi 15 থেকে Vivo X200 স্মার্টফোন
আগামী মাসে অর্থাৎ অক্টোবরে Vivo X200 ও Oppo Find X8 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে। এই দুই সিরিজে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর। আবার এর কিছুদিন পরে আসবে Xiaomi 15 সিরিজ। এই সিরিজে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর। এই সিরিজের Xiaomi 15 ও Xiaomi 15 Pro ডিভাইস দুটি কোয়ালকমের নতুন প্রসেসর সহ প্রথম ফোন হবে। আবার অক্টোবরেই এই একই প্রসেসর সহ লঞ্চ হবে OnePlus 13 সিরিজ। এই সিরিজ একটি বিষয়ে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনকে পিছনে ফেলবে।
OnePlus 13 ফোনে থাকবে ২৪ জিবি র্যাম
ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, OnePlus 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 'আল্ট্রা লার্জ মেমরি' দেওয়া হবে। অর্থাৎ এই ডিভাইসে পাওয়া যাবে ২৪ জিবি র্যাম। এটি LPDDR5X র্যাম হবে। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর সহ আসা Xiaomi 15 Pro, iQOO 13, Honor Magic 7 Pro সহ অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনে এত র্যাম থাকবে না।
ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, ওয়ানপ্লাস ১৩ এর ২৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম তুলনামূলকভাবে বেশি রাখা হবে। উল্লেখ্য, এর আগেও ওয়ানপ্লাস ১২ ফোনটি ২৪ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ সহ ২০২৩ সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। তাই ওয়ানপ্লাস ১৩ এর ২৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট থাকা বিশাল অবাক করার মতন খবর নয়। তবে যেহেতু অন্যান্য ব্র্যান্ড এখনও এত র্যাম অফার করেনা, তাই ওয়ানপ্লাস এগিয়ে থাকবে।
আরও পড়ুন : চোখ ধাঁধানো ডিজাইন নিয়ে আসছে OnePlus 13, লঞ্চ হবে অক্টোবর মাসেই
টিপস্টার জানিয়েছেন, ওয়ানপ্লাস ১২ এর ২৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল প্রায় ৬৬,০০০ টাকার কাছাকাছি। সেক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩ এর ২৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হবে প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি।
OnePlus 13 এর সম্ভাব্য স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।