OnePlus 13R: গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস ১৩আর ফোনের এন্ট্রি কনফার্ম, থাকবে ৬৫০০ এমএএইচ ব্যাটারি
আগামী ৩১ অক্টোবর বাজারে আসছে ওয়ানপ্লাস ১৩। প্রথমে চীনে এবং ২০২৫ সালের শুরুতে এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। জানা গেছে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। আজ আবার ৯১মোবাইলস তাদের রিপোর্টে দাবি করেছে যে, ওয়ানপ্লাস ১৩ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি তুলনামূলকভাবে সস্তা ওয়ানপ্লাস ১৩আর (OnePlus 13R) গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। কারণ এই ডিভাইসটি মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ১৩আর পেল SIRIM থেকে অনুমোদন
৯১মোবাইলস প্রথম ওয়ানপ্লাস ১৩আর কে মালয়েশিয়ায় সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। তবে এখান থেকে স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। কেবল সার্টিফিকেশন সাইটের ডেটাবেস থেকে সামনে এসেছে যে ডিভাইসটির মডেল নম্বর CPH2645। আর যেহেতু এটি মালয়েশিয়ার সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে তাই বলা যায়, ওয়ানপ্লাস ১৩আর শীঘ্রই সেদেশে লঞ্চ হবে।
জানিয়ে রাখি, নয়া এই স্মার্টফোনটি ওয়ানপ্লাস ১২আর এর উত্তরসূরি হিসেবে আসবে। পূর্বসূরিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে উত্তরসূরিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। আর ওয়ানপ্লাস ১২আর ডিভাইসটি ওয়ানপ্লাস এস ২ রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে এসেছিল। তাই আমাদের অনুমান আগামী ডিসেম্বরে চীনে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাস এস ৩ (OnePlus Ace 3) এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১৩আর।
রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস এস ৩ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। আর এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯ সিরিজের প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যদিও সেলফি ক্যামেরার রেজোলিউশন এখনও জানা যায়নি। এদিকে ওয়ানপ্লাস এস ৩ ফোনে ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। আর স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ কাস্টম ওএসে চলবে।