ওয়ানপ্লাসের নতুন ফোন OnePlus Ace 2, বাজারে আসার আগেই ক্যামেরা, প্রসেসর-সহ একাধিক তথ্য ফাঁস

Update: 2022-11-22 10:52 GMT

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে, ওয়ানপ্লাস (OnePlus) তাদের Ace সিরিজের উত্তরসূরি মডেলের ওপর কাজ করছে। এই ফোনটি OnePlus Ace 2 নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে আসন্ন হ্যান্ডসেটটির ব্যাপারে কিছু তথ্য প্রকাশিত হয়েছিল। আর এখন এক সুপরিচিত টিপস্টার Ace 2-এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন। তাহলে চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল OnePlus Ace 2-এর প্রধান স্পেসিফিকেশন

কিছুদিন আগে একটি সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, ওয়ানপ্লাস ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের এস ২ মডেলের ওপর কাজ শুরু করে দিয়েছে, যেটি রিয়েলমি জিটি নিও ৫-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এখন আবার টিপস্টার যোগেশ ব্রার তার সাম্প্রতিক একটি টুইটে আসন্ন ডিভাইসটির কিছু গুরুত্বপূর্ণ বিবরণ প্রকাশ করেছেন। জানা যাচ্ছে, ওয়ানপ্লাস এস ২-তে ৬.৭ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে সেলফি ক্যামেরার জন্য, একটি পাঞ্চ-হোল কাটআউটও অবস্থান করবে।

https://twitter.com/heyitsyogesh/status/1594557718756560901?t=YxABPl9O1bMbe46tj3akVw&s=19

এছাড়া, নতুন ওয়ানপ্লাস ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ওয়ানপ্লাস এস ২ সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস (ColorOS) ইউজার ইন্টারফেসে রান করবে। অন্যদিকে, আসন্ন স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি তৃতীয় ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে।

সবশেষে, টিপস্টার আরও জানিয়েছে যে OnePlus Ace 2 বড় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে, এই চার্জিং গতি আগ্রহী ক্রেতাদের হতাশ করতে পারে, কেননা এটি পূর্ববর্তী প্রজন্মের OnePlus Ace-এ পাওয়া ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের চেয়ে ধীর।

Tags:    

Similar News