OnePlus Ace 2 Pro বাজার তুলকালাম করতে আসছে, ফিচার শুনেই বলে উঠবেন 'ওয়াও'!
ওয়ানপ্লাস একঝাঁক নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল OnePlus Nord 3 এবং বহু প্রতীক্ষিত OnePlus Fold। একইসাথে সংস্থা তাদের Ace সিরিজের অধীনে OnePlus Ace 2 Pro নামে আরেকটি ফ্ল্যাগশিপও বাজারে আনার পরিকল্পনা করছে। এটি বিশ্ব বাজারে OnePlus 11RT হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তার আগেই এবার Ace 2 Pro এ স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়ে গিয়েছে। ফোনটির প্রধান হাইলাইট হবে ১৫০ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট এবং হাই-এন্ড Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর৷ আসুন এই ওয়ানপ্লাস স্মার্টফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
OnePlus Ace 2 Pro শক্তিশালী মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসছে
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ওয়ানপ্লাস এস ২ প্রো-এর বৈশিষ্ট্যগুলি শেয়ার করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ডিভাইসটি হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং এবং 1.5K রেজোলিউশন সহ কার্ভড ডিসপ্লে অফার করবে। এই প্যানেলটি ১,৪৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সহ ওপ্পো রেনো ১০ প্রো প্লাস-এর মতো হবে।
পারফরম্যান্সের জন্য, স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এতে বেশি স্থান জুড়ে নতুন ভিসি হিট ডিসিপেশন প্রযুক্তিও থাকবে। টিপস্টার আরও জানিয়েছেন যে, ফটোগ্রাফির জন্য ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর সহ দুটি ক্যামেরা যুক্ত থাকবে। ওয়ানপ্লাস এস ২ প্রো ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ আসবে।
OnePlus Ace 2 Pro-এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হবে চার্জিং স্পিড। টিপস্টারের মতে, স্মার্টফোনটি ১৫০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ডিভাইসটির ১০০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে। মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন হিসাবে, OnePlus Ace 2 Pro লঞ্চের পর Xiaomi Redmi K60 Ultra এবং Realme GT Neo5 Pro-এর মতো আসন্ন স্মার্টফোনগুলির সাথে প্রতিযোগিতা করতে পারে। স্মার্টফোনটি কবে লঞ্চ হতে পারে, তা অবশ্য এখনও অজানা।