OnePlus Ace 2V বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হবে, ভারতে আসবে Nord 3 নামে
ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে চীনে এবছরের তৃতীয় স্মার্টফোন হিসাবে OnePlus Ace 2V লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ সম্প্রতি ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট পিট লাও সোশ্যাল মিডিয়ায় ডিভাইসটিকে টিজ করেছেন এবং এর অফিসিয়াল নামটিও নিশ্চিত করেছেন। আর এখন নিশ্চিত হওয়ার পর, OnePlus Ace 2V-এর নতুন অফিসিয়াল ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা এর ডিজাইনটি প্রদর্শন করেছে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল OnePlus Ace 2V-এর নতুন অফিসিয়াল ছবি
অফিসিয়াল ছবিগুলি আসন্ন ওয়ানপ্লাস এস ২ভি-এর ডিজাইন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দান করেছে। ছবি অনুযায়ী, ফোনটিতে কোম্পানির আইকনিক অ্যালার্ট স্লাইডারটি অবস্থান করবে। যদিও, এটির ডিজাইন চলতি মাসে লঞ্চ স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস এস ২-এর থেকে অনেকটাই ভিন্ন হবে। তবে, গত বছর মে মাসে বাজারে আত্মপ্রকাশ করা ওয়ানপ্লাস নর্ড ২টি-এর ডিজাইনের সাথে ওয়ানপ্লাস এস ২ভি-এর কিছু মিল থাকবে।
এছাড়াও জানা গেছে যে, ওয়ানপ্লাস এস ২ভি-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যার ওপরের মাঝখানে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। এর পাশাপাশি, সমতল দিকগুলি হাতে ধরার জন্য আরও ভাল গ্রিপ প্রদান করবে।
ওয়ানপ্লাস এস ২ভি-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যার মধ্যে একটি ডুয়েল ফ্ল্যাশ মডিউল অবস্থান করবে। এটি আরও ভাল ফ্ল্যাশ ফটোগ্রাফি করতে সাহায্য করবে বলে আশা করা যায়। অফিসিয়াল ইমেজটি এও নিশ্চিত করেছে যে, এস ২ভি কমপক্ষে দুটি কালার অপশনে বাজারে আসবে, গ্লসি জেড গ্রিন এবং ব্ল্যাক। সুপরিচিত টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন এর আগে এই ব্ল্যাক ভ্যারিয়েন্টটির ডিজাইন ফাঁস করেছিলেন।
এছাড়া, চীনে OnePlus Ace 2V-এর লঞ্চ টাইমলাইনও ফাঁস হয়েছে। জানা যাচ্ছে, ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চীনের মার্কেটে আগামী ৭ মার্চ দুপুর ২.৩০টায় (স্থানীয় সময়) লঞ্চ হবে। তবে, ডিভাইসটির প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় (স্থানীয় সময়)-এ লাইভ হয়েছে। উল্লেখযোগ্যভাবে, OnePlus Ace 2V-কে বিশ্ব বাজারে OnePlus Nord 3 হিসেবে রিব্র্যান্ড করা হবে বলে জানা গেছে। তবে শোনা যাচ্ছে যে, OnePlus Nord 3 গ্লোবাল মার্কেটে আগামী জুলাই মাসে উন্মোচিত হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই OnePlus Ace 2V-কে আনটুটু (Antutu) বেঞ্চমার্ক ডেটাবেসে স্পট করা গেছে, যার তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনটি ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট, এলপিডিডিআর৫ / ৫এক্স র্যাম, ইউএফএস ৩.১ স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ আসবে।