OnePlus এই প্রথম 6,100mah ব্যাটারির স্মার্টফোন আনছে, সাথে আরও বহু চমক

Update: 2024-05-13 15:14 GMT

OnePlus Ace 3 লাইনআপের অধীনে এখনও পর্যন্ত দুটি মডেল বাজারে এসেছে, এগুলি হল স্ট্যান্ডার্ড OnePlus Ace 3 এবং OnePlus Ace 3V। তবে বর্তমানে এই সিরিজে OnePlus Ace 3 Pro ভ্যারিয়েন্টটি সংযোজন করা হবে বলে শোনা যাচ্ছে। এটি লাইনের টপ-এন্ড মডেল হতে চলেছে। কোম্পানি এই ফোনটির সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ না করলেও, এক নির্ভরযোগ্য টিপস্টার সূত্রে এখন আসন্ন OnePlus Ace 3 Pro ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

OnePlus Ace 3 Pro: বৈশিষ্ট্য (প্রত্যাশিত)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) জানিয়েছেন যে, ওয়ানপ্লাস এস ৩ প্রো হ্যান্ডসেটটি ডুয়েল-সেল ব্যাটারি সহ আসবে, যার প্রতিটি সেল ২,৯৭০ এমএএইচ ক্ষমতা অফার করবে এবং সম্মিলিত মোট ক্যাপাসিটি হবে ৫,৯৪০ এমএএইচ। তবে ডিসিএস স্পষ্ট করেছেন যে, ব্যাটারির টিপিক্যাল ভ্যালু সম্ভবত ৬,১০০ এমএএইচ হবে, যা মার্কেটিংয়ের সংখ্যা হতে পারে। এটি ওয়ানপ্লাস এস ৩ প্রো মডেলকে বৃহত্তম ব্যাটারি সহ ওয়ানপ্লাস ফোনে পরিণত করবে।

এর আগে ডিসিএস জানিয়েছিলেন যে, OnePlus Ace 3 Pro-এ ১.৫কে রেজোলিউশন সহ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে৷ এতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি ব্যবহার করা হবে, যা ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। টিপস্টার OnePlus Ace 3 Pro ফোনের একটি ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ক্যামেরার বৈশিষ্ট্যগুলি অনিশ্চিত হলেও, শোনা যাচ্ছে যে OnePlus Ace 3 Pro ফোনে OnePlus Ace 3/12R-এর মতো ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর। এছাড়াও, OnePlus Ace 3 Pro হ্যান্ডসেটের চারপাশে ধাতব ফ্রেম এবং পিছনে একটি গ্লাস প্যানেল সহ একটি প্রিমিয়াম ডিজাইন দেখা যাবে। ডিসিএস বিদ্যমান ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোনের থেকে একটি ভিন্ন ডিজাইন প্রদর্শন করেছে।

উল্লেখ্য, OnePlus Ace 3 Pro ফোনের লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এটিও অনিশ্চিত যে, কোম্পানি ফোনটিকে একই নামে বা রিব্র্যান্ডেড প্রোডাক্ট হিসাবে বিশ্ববাজারে আনবে কিনা। তবে জানিয়ে রাখি, OnePlus Ace 2 Pro শুধুমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ রয়েছে।

Tags:    

Similar News