লঞ্চের আগেই ফাঁস OnePlus Ace 3V-এর লাইভ ছবি, ডিজাইন কেমন লাগল আপনার
ওয়ানপ্লাস আগামী সপ্তাহেই চীনে OnePlus Ace 3V লঞ্চ করবে বলে জানা গেছে। সংস্থা এর মধ্যেই Ace সিরিজের নয়া ফোনটির র্যাম, স্টোরেজ অপশন, ব্যাটারি ও প্রসেসরের নাম প্রকাশ করেছে। আর এখন, OnePlus Ace 3V-এর কিছু লাইভ ছবি সামনে এসেছে, যা ডিজাইন এবং কালার অপশন সামনে এনেছে। ফোনটিকে দেখতে অনেকটা OnePlus Nord CE 4-এর মতো হবে। বলা হচ্ছে যে, OnePlus Ace 3V বিশ্ব বাজারে OnePlus Nord CE 4 নামে আত্মপ্রকাশ করবে।
ফাঁস হল OnePlus Ace 3V লাইভ ইমেজ
লাইভ ছবি অনুযায়ী, ওয়ানপ্লাস এস ৩ভি-এর ব্যাক প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড থাকবে, যার মধ্যে দুটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট অবস্থান করবে। ফোনটির ফ্ল্যাট ফ্রেমের ডান পাশে পাওয়ার এবং ভলিউম রকার বাটন দেখা যাবে। ইমেজে ডিভাইসটিকে ভায়োলেট কালার শেডে দেখানো হয়েছে। এটি ওয়ানপ্লাস এস ৩/১২আর-এর জেনশিন ইমপ্যাক্ট এডিশনের মতো, যা গত মাসে লঞ্চ করা হয়েছিল।
এছাড়া, ওয়ানপ্লাস এস ৩ভি-এর নীচের অংশে একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল উপস্থিত থাকবে, আর ওপরের অংশে একটি আইআর (IR) ব্লাস্টার এবং আরও দুটি কাটআউটের দেখা মিলবে। তবে মনে করা হচ্ছে যে, এস ৩ভি অডিওর জন্য কোনও ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করবে না। আরেকটি ইমেজ অনুসারে, ওয়ানপ্লাস এস ৩ভি-এর সামনে একটি পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে থাকবে, যা স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে এবং ফোনের বাম প্রান্তে কোম্পানির সিগনেচার অ্যালার্ট স্লাইডারটিকে স্থাপন করা হবে।
উল্লেখ্য, OnePlus Ace 3V মডেলটি Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে, যা আগামী ১৮ মার্চ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে৷ শোনা যাচ্ছে, ফোনটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪ স্টোরেজ অফার করবে৷ তবে, এর গ্লোবাল ভ্যারিয়েন্ট অর্থাৎ রিব্যাজড OnePlus Nord CE 4-এ ভিন্ন র্যাম ও স্টোরেজ কনফিগারেশন থাকবে। আশা করা যায় যে, কোম্পানি খুব শীঘ্রই OnePlus Ace 3V-এর অফিসিয়াল লঞ্চের তারিখ এবং অন্যান্য তথ্যগুলি প্রকাশ করবে।