OnePlus V Fold: ফোল্ডেবল ফোনের বাজারে এন্ট্রি ওয়ানপ্লাসের, কবে আসছে প্রথম মডেল
OnePlus আজ তাদের 'ফার্স্ট এভার' ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চের টাইমলাইন টিজ করলো। জানা গেছে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে একটি ইন-পারসন বা নন-ডিজিটাল লঞ্চ ইভেন্ট চলাকালীন আসন্ন OnePlus Fold স্মার্টফোনটিকে উন্মোচন করা হবে। এই সময়কালে আলোচ্য মডেলটি বাদে অন্য কোনও স্মার্টফোন লঞ্চ করা হবে না বলেও জানিয়েছে সংস্থা। মূলত BBK Electronics মালিকানাধীন এই ব্র্যান্ড তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের উপর ফোকাস অধিক রাখতে চায় বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সংস্থার পাশাপাশি জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) এবং প্রাইসবাবা (Pricebaba) -এর সৌজন্যে OnePlus ব্র্যান্ডিংয়ের এই আপকামিং ফোল্ড-স্টাইল ডিভাইসের লঞ্চের সময়, সম্ভাব্য ফিচার, ভেনু বা ইভেন্টের স্থান এবং মার্কেটে উপলব্ধতা সম্পর্কিত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
OnePlus V Fold স্মার্টফোনের লঞ্চের টাইমলাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এল
প্রাইসবাবা (Pricebaba) -এর রিপোর্ট থেকে জানা গেছে, ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইসটিকে আগস্ট মাসের প্রথমার্ধে লঞ্চ করবে। ফোনটির লঞ্চ ইভেন্ট নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এছাড়া আপকামিং এই হ্যান্ডসেটকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আঞ্চলিক বাজারে উপলব্ধ করা হবে বলেও জানা গেছে।
ওয়ানপ্লাস সম্ভবত তাদের এই আসন্ন ফোল্ডেবল ডিভাইসটির মার্কেটিং নাম OnePlus V Fold রাখবে বলে ঠিক করেছে। কেননা চলতি বছরের জানুয়ারী মাস থেকেই এই নাম কানে আসছে আমাদের। আবার ৯১মোবাইলস (91Mobiles) -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, আসন্ন OnePlus V Fold এবং Oppo Find N3 উভয় মডেলই অনুরূপ ডিজাইন শেয়ার করবে। অর্থাৎ দুটি ডিভাইসই বুক-স্টাইলের ফোল্ডেবল ডিজাইনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টে আরো যোগ করা হয়েছে যে, ওয়ানপ্লাস বিশ্ব বাজারে তাদের ফোল্ডেবল ফোনটিকে Oppo Find N3 -এর রিব্যাজড ভার্সন হিসাবে নিয়ে আসবে। এক্ষেত্রে টিপস্টার যোগেশ ব্রারের দাবি, আসন্ন OnePlus V Fold এবং Oppo Find N3 উভয় মডেলের ফিচার সমূহ এক সমান হবে। অর্থাৎ উভয় মডেলেই ৮-ইঞ্চির OLED প্রাইমারি ডিসপ্লে থাকবে, যা কোয়াড এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার সেকেন্ডারি ডিসপ্লেটির সাইজ ৬.৫-ইঞ্চি হবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
পারফরম্যান্সের জন্য উভয় ডিভাইসেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি দেওয়া হবে, যা ৪এনএম প্রসেসিং নোডের উপর ভিত্তি করে তৈরি। এগুলি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে আসবে। উভয় ভাঁজযোগ্য স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১৩ ওএস দ্বারা চালিত হবে। এক্ষেত্রে ফোন দুটির UI বা ইউজার ইন্টারফেসের মধ্যে কোনো উল্লেখযোগ্য পার্থক্য থাকবে না। কেননা, ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৩ (Oxygen OS 13) এবং ওপ্পোর কালার ওএস ১৩ (Color OS 13) কাস্টম স্কিনের ফিচার অনুরূপ।
টিপস্টার আরো জানিয়েছেন যে, এর রিয়ার ক্যামেরা সেটআপের ডিজাইন ওপ্পো -এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Find X6-এর মতো হবে। দুটি ভাঁজযোগ্য স্মার্টফোনেই - ৫০ মেগাপিক্সেল Sony IMX 890 প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল Sony IMX 581 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। আবার ডিসপ্লের উপরিভাগে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। OnePlus V Fold এবং Oppo Find N3 স্মার্টফোনে ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে।
আসন্ন OnePlus V Flip স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন এখনো অজানা। তবে আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যেই ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে OnePlus V Fold ফোল্ডেবল স্মার্টফোনের নির্দিষ্ট লঞ্চের তারিখ ঘোষণা করবে এবং একই সাথে বাদবাকি বিশেষত্ব সম্পর্কে ইঙ্গিত দেবে।