OnePlus Nord 2T 5G ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন
ওয়ানপ্লাস আজ (২০ মে) গ্লোবাল মার্কেটে লঞ্চ করলো তাদের বহু প্রতীক্ষিত OnePlus Nord 2T 5G হ্যান্ডসেটটি। এই ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 1300 প্রসেসর সহ এসেছে। আবার এই ওয়ানপ্লাস ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। প্রসঙ্গত, সংস্থা আজ গ্লোবাল মার্কেটে অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে Nord 2T 5G এর পাশাপাশি Qualcomm Snapdragon ৬৯৫ চিপসেট দ্বারা চালিত OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটিও উন্মোচন করেছে, যেটি গত এপ্রিলে ভারতের বাজারে আত্মপ্রকাশ করে। তাহলে চলুন এখন OnePlus Nord 2T 5G-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি-এর মূল্য (OnePlus Nord 2T 5G Price)
ইউরোপের বাজারে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯ ইউরো (প্রায় ৩২,৬০০ টাকা)। আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেলটির মূল্য ৪৯৯ ইউরো (প্রায় ৪০,৮০০ টাকা)। ডিভাইসটি গ্রে শ্যাডো এবং জেড ফগ কালার অপশনে পাওয়া যাবে।
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি এখন প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ রয়েছে এবং আগামী ২৪ মে থেকে এটি ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.com), ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং একাধিক বাজারে সংস্থার রিটেইল পার্টনারদের কাছ থেকে কেনা যাবে৷
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি-এর স্পেসিফিকেশন (OnePlus Nord 2T 5G Specifications)
ডুয়েল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে। ডিসপ্লেটি এইচডিআর ১০+ সাপোর্ট করে এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত। ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ মিলবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২.১ (OxygenOS 12.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 2T 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার এবং ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 2T 5G-এর ব্যাক প্যানেলে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এই নতুন ওয়ানপ্লাস ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২ এবং এনএফসি। এছাড়া, OnePlus Nord 2T-এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বর্তমান।