জনপ্রিয় OnePlus Nord 2T ফোনে এল অ্যান্ড্রয়েড ১৪ আপডেট, এভাবে ডাউনলোড করুন

By :  techgup
Update: 2023-10-31 03:32 GMT

OnePlus তাদের বিভিন্ন ফোনে এখন Oxygen OS 14 সফটওয়্যার পরীক্ষা করছে। এই কারণে ইতিমধ্যেই OnePlus 10 Pro, OnePlus 11R, OnePlus 11, OnePlus 10T, OnePlus Nord 3 ফোনে এই কাস্টম স্কিনের বিটা ভার্সন সহ নতুন আপডেট এসেছে। এখন আবার OnePlus Nord 2T স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এই অপারেটিং সিস্টেমের ওপেন বিটা পোগ্রাম চালু করা হল।

স্বাভাবিক ভাবেই নতুন আপডেটটি অ্যান্ড্রয়েড ১৪ এর একাধিক ফিচার ফোনে যোগ করবে। প্রথম ৫,০০০ ব্যবহারকারী এই আপডেট পাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। তবে আপডেটটি পাওয়ার আগে কিছু শর্ত পালন করতে হবে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus Nord 2T ফোনে এল Oxygen OS 14 Open Beta 1

  • ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনে নতুন আপডেট পেতে ডিভাইসটিকে Oxygen OS 13 কাস্টম স্কিনে চলতে হবে।
  • স্মার্টফোনের ব্যাটারি ৩০ শতাংশের বেশি রাখতে হবে।
  • ফোনের স্টোরেজ কমপক্ষে ৪ জিবি খালি রাখতে হবে।

OnePlus Nord 2T ফোনে নতুন বিটা আপডেট কীভাবে পাবেন

প্রথমে ফোনের Settings অপশনে যান এবং এরপর About Device থেকে Up to date লেখার উপর ক্লিক করুন।

তারপর উপরের দিকে ডান কোণে তিনটি বিন্দুতে ক্লিক করুন এবং Beta Program এর উপর ট্যাপ করুন ও পরবর্তী স্টেপগুলি পূরণ করুন।

এর ৩-৫ দিনের পর আপনার ওয়ানপ্লাস নর্ড ২টি ডিভাইসে নতুন আপডেট চলে আসবে। সময় সুযোগ বুঝে সেটি ডাউনলোড ও ইন্সটল করুন।

Tags:    

Similar News